× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণাটকে ৫ সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৬:১৬ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৬:২৩ পিএম

গ্রেপ্তার পাঁচজন। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার পাঁচজন। ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে পাঁচ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি) তাদের গ্রেপ্তার করে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

সিসিবি জানায়, সন্দেহভাজন সন্ত্রাসীরা হলো সোহেল, ওমর, জাহিদ, মুদাসির ও ফয়সাল। তারা সবাই বেঙ্গালুরুর নাগরিক। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। সন্দেহভাজনদের এক হত্যা মামলায় ২০১৭ সালেও একবার গ্রেপ্তার করা হয়েছিল। ১৮ মাস জেল শেষে ২০১৯ সালে তারা মুক্তি পায়।

বুধবার সন্দেহভাজনদের কাছ থেকে বিস্ফোরকসামগ্রীও জব্দ করেছে সিসিবি। উদ্ধার করা হয়েছে বন্দুক ও ছুরি। 

সন্দেহভাজনরা জানায়, তারা নাজির নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বেঙ্গালুরুতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। নাজির বর্তমানে বেঙ্গালুরু কেন্দ্রীয় জেলে বন্দি রয়েছে। 

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার দয়ানন্দ বি জানান, ইতঃপূর্বে কারাবাসের সময় সন্দেহভাজন পাঁচজনকে কট্টরপন্থি করে তুলে নাজির। তাদের যারা অস্ত্র সরবরাহ করেছে তাদেরও খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

বেঙ্গালুরুর আরটি নগর এলাকার আরেক সন্দেহভাজন জুনাইদকেও খুঁজছে পুলিশ। 

পুলিশের ধারণা, জুনাইদ স্থায়ীভাবে বিদেশে অবস্থান করছে। উল্লিখিত পাঁচজনকে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের পেছনে জুনাইদই মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র : এনডিটিভি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা