× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে হাজির শারদ পাওয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১২:৫৫ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১৩:০৩ পিএম

বেঙ্গালুরু বিমানবন্দরে শারদকে স্বাগত জানান কর্নাটকের মন্ত্রী এমবি পাটিল এবং লক্ষ্মী হেব্বালকর। ছবি : সংগৃহীত

বেঙ্গালুরু বিমানবন্দরে শারদকে স্বাগত জানান কর্নাটকের মন্ত্রী এমবি পাটিল এবং লক্ষ্মী হেব্বালকর। ছবি : সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে আজ মঙ্গলবার (১৮ জুলাই) ২৬টি বিরোধী দলকে নিয়ে মহাজোটের গুরুত্বপূর্ণ বৈঠকের দ্বিতীয় দিন চলছে। 

ওই বৈঠকে হাজির রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমার এবং শারদ পাওয়ারের মতো প্রথম সারির বিরোধী নেতৃত্ব। 

বেঙ্গালুরুর একটি হোটেলে বেলা ১২টা থেকে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনও হতে পারে।

বৈঠকে রাজ্যে রাজ্যে আসন রফার ‘রোডম্যাপ’ তৈরির পাশাপাশি জোটের নাম, কাঠামো এবং অভিন্ন কর্মসূচিরও খসড়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

সোনিয়া-রাহুলসহ বিভিন্ন দলের নেতা ইতোমধ্যেই সেখানে আসতে শুরু করেছেন।

সোমবার (১৭ জুলাই) বৈঠকের প্রথম দিন শেষে নৈশভোজে অনুপস্থিত ছিলেন এনসিপি প্রধান শারদ। কিন্তু মঙ্গলবার সাতসকালেই বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন তিনি। 

তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন কর্নাটকের মন্ত্রী এমবি পাটিল এবং লক্ষ্মী হেব্বালকর। 

এর পর শারদের কনভয় সোজা চলে যায় রেসকোর্স রোডের বিলাসবহুল হোটেলে, যেখানে ২৬টি বিজেপি বিরোধী দলের বৈঠক রয়েছে। 

সোমবার দুপুর থেকে বিরোধী দলের নেতানেত্রীদের বিমান একে একে বেঙ্গালুরুর মাটি ছোঁয়ার পরে সকলেই একই বার্তা দেন যে, সব মতভেদ দূর করে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়তে চাইছেন তারা।

সূত্রের খবর, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কী করা যায়, তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হবে। বৈঠকে দুই থেকে তিনটি ছোট কমিটি তৈরি হতে পারে। 

নিয়মিত ২৬টি দলের শীর্ষনেতাদের বৈঠক সম্ভব নয় বলে প্রতি দিনের সমন্বয়ের জন্য একটি কমিটি কাজ করবে। রাজ্যস্তরে আসন সমঝোতা নিয়ে একটি কমিটি তৈরি হতে পারে। 

সবাই এটা মানছেন যে, একটি বৈঠকে সব ফয়সালা হবে না। আরও বৈঠক করতে হবে। আর সেই রাস্তাই তৈরি হবে মঙ্গলবারের বৈঠকে।

তবে বৈঠক শুরুর আগে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডিকে শেষ শ্রদ্ধা জানাতে যান সোনিয়া, রাহুল এবং খড়গে

বিরোধীদের স্লোগান 'ইউনাইটেড উই স্ট্যান্ড' পুনরুল্লেখ করে খড়গে টুইট বার্তায় লিখেছেন, ‘সমমনা বিরোধী দলগুলো সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় কল্যাণের এজেন্ডা তৈরি করতে একসাথে কাজ করবে। কর্মসূচির অর্ধেক সম্পন্ন হয়েছে!’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা