× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানের চারদিকে চীনের রেকর্ডসংখ্যক যুদ্ধজাহাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১১:০৭ এএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১১:১৯ এএম

তাইওয়ান প্রণালিতে চীনা যুদ্ধজাহাজ । ছবি : সংগৃহীত

তাইওয়ান প্রণালিতে চীনা যুদ্ধজাহাজ । ছবি : সংগৃহীত

তাইওয়ানের চারপাশের জলসীমায় শুক্রবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চীনের ১৬টি যুদ্ধজাহাজ দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। সোমবার সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকরা জানান, ভয় দেখানোর সর্বশেষ পদক্ষেপ হিসেবেই তাইওয়ানের চারদিকে এতগুলো যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন।

গত সপ্তাহের মাঝামাঝি ৭২ ঘণ্টার বেশি সময়ের মধ্যে তাইওয়ান প্রণালির মাঝবরাবর দিয়ে চীনের পিপলস লিবারেশন আর্মির ৭৩টি বিমান উড়ে যায়। একই সময়ে টানা তিন দিন তাইওয়ানের চারপাশের জলসীমায় নয়টি চীনা যুদ্ধজাহাজ দেখা গেছে।

২০২২ সালের আগস্ট থেকে দ্বীপ তাইওয়ান চীনের সামরিক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত হালনাগাদ তথ্য দিয়ে যাচ্ছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত তাইওয়ানের আশপাশে ১৬টি চীনা জাহাজের  উপস্থিতি এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এটি নিঃসন্দেহে সীমানা অতিক্রম করার শামিল।

সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউএস প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের প্রাক্তন পরিচালক কার্ল শুস্টার বলেন, এটি একটি ক্রমবর্ধমান সামরিক প্রচেষ্টা। ফলে বোঝা যাচ্ছে বেইজিং দুইভাবে তার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা