× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কটল্যান্ডের সমুদ্রসৈকতে ৫৫ পাইলট তিমির মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৩:৪৬ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১৪:৪৭ পিএম

স্কটল্যান্ডের সমুদ্রসৈকতে আটকা পড়ে মারা যাওয়া পাইলট তিমির একাংশ। ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডের সমুদ্রসৈকতে আটকা পড়ে মারা যাওয়া পাইলট তিমির একাংশ। ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডের পশ্চিম দ্বীপপুঞ্জের একটি সমুদ্রসৈকতে আটকা পড়ে ৫০টিরও বেশি পাইলট তিমি মারা গেছে বলে জানিয়েছে বিবিসি। 

ব্রিটিশ ডাইভারস মেরিন লাইফ রেসকিউ চ্যারিটি (বিডিএমএলআর) জানিয়েছে, আউটার হেব্রাইডসের আইল অব লুইসের সৈকতে ওই ৫৫টি তিমির মৃত্যু হয়।

বিডিএমএলআর জানিয়েছে, তাদের উদ্ধারকারী দল ওই সৈকতে পৌঁছার আগেই ওই ৫৫টি তিমির মৃত্যু হয়। তারা মাত্র ১৫টি তিমিকে জীবিত পেয়েছিল। পরে ওই ১৫টির মধ্যেও তিনটি মারা যায়।

উদ্ধারকারী দল ১২টি তিমিকে ফের সমুদ্রে ফিরে যেতে সহায়তা করেন। এদের মধ্যে আটটি প্রাপ্তবয়স্ক এবং চারটি বাচ্চা বলে জানা গেছে। 

বিডিএমএলআর তাদের ফেসবুকে মৃত তিমিগুলোর পোস্ট করা ছবির ক্যাপশনে  লিখেছে, ‘দুর্ভাগ্যবশত কেউই অগ্নিপরীক্ষা থেকে বাঁচতে পারেনি।’

তিমিদের ওই সৈকতে আটকে যাওয়ার কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দলটি হয়তো কোনো নারী তিমিকে অনুসরণ করেছিল।

বিডিএমএলআর বলেছে, ‘মৃত তিমির মধ্যে একটির যোনিপথে স্থানচ্যুতি লক্ষ্য করা গেছে। তাই সন্দেহ করা হচ্ছে যে, এক নারী তিমির সন্তান প্রসবের কারণে সৈকতের কাছাকাছি আসায় তাকে অনুসরণ করে পুরো দলটি আটকে গিয়েছিল।

এই পাইলট তিমিরা শক্তিশালী সামাজিক বন্ধনের জন্য পরিচিত। তাই প্রায়শই যখন একটি তিমি সমস্যায় পড়ে বা আটকা পড়ে, তখন বাকিরা তাকে বাঁচাতে অনুসরণ করে।

আটকে থাকার কারণ অনুসন্ধান করতে এখন তিমিদের পোস্টমর্টেম পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

লম্বা পাখনাযুক্ত এই পাইলট তিমি ডলফিন পরিবারের অন্যতম বৃহত্তম সদস্য। 

এটি আকারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। 

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে, তারা ১৯-২৫ ফুট লম্বা এবং এদের ওজন ৫ হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা