× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচার বিভাগ সংশোধন নিয়ে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৭:১৬ পিএম

ইসরায়েলের তেল আবিবে রবিবারের বিক্ষোভের চিত্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবে রবিবারের বিক্ষোভের চিত্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থি সরকার বিচার বিভাগ সংশোধনের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ায় শনিবার (১৫ জুলাই) তেল আবিব এবং অন্যান্য শহরে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী প্রতিবাদ সমাবেশ করেছে। 

বিক্ষোভকারীদের এ সময় নেতানিয়াহুর বাড়ির বাইরেও মশাল জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

এক প্রতিবেদনে রবিবার এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

শনিবারের বিক্ষোভের মাধ্যমে নেতানিয়াহুর বিচার বিভাগ সংশোধনের পরিকল্পনার বিরুদ্ধে চলমান প্রতিবাদ ২৮তম সপ্তাহে প্রবেশ করল। 

বিলটি আইনে পরিণত করতে ‍জুলাই মাসের শেষ নাগাদ আরও দুটি ভোটে অনুমোদন প্রয়োজন। 

প্রতিবাদকারী নিলি এলেজরা বলেছেন, ’এটি দেশের জন্য একটি যুদ্ধ। আমরা ইসরায়েলকে গণতান্ত্রিক দেখতে চাই। এখানে স্বৈরাচারী আইন পাস হবে না। আইন পাস হলে ইসরায়েলের আর্থিক ও বৈশ্বিক অবস্থানের ক্ষতি হবে।’

তিনি আরও বলেন, ‘লোকজন ইতোমধ্যে দেশ ছেড়ে চলে যাচ্ছে। অর্থ লোপাট হচ্ছে। বিনিয়োগকারীরা চলে যাচ্ছে। বিশ্ব আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এখানে যা চলছে তাতে কেউ খুশি নয়।’ 

বিক্ষোভ সংগঠকরা জানান, ইসরায়েলি নেতা পরিকল্পনাটি নিয়ে অগ্রসর হলে তারা আগামী মঙ্গলবার কর্মবিরতি দিবস পালন করবে। 

এদিকে ছয় মাস ধরে বিক্ষোভ চলার পরও আন্দোলন কমার লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলের জাতীয় শ্রম ইউনিয়ন এবং মেডিকেল অ্যাসোসিয়েশনও ওই বিতর্কিত বিলের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে।

সামরিক সংরক্ষক, পাইলট ও ব্যবসায়ী নেতারা ওই পরিকল্পনা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটির জাতীয় শ্রমিক ইউনিয়নের প্রধান আর্নন বার-ডেভিড জানান, সম্ভাব্য সাধারণ ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে, যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। যদি পরিস্থিতি চরমে পৌঁছায়, তবে আমরা হস্তক্ষেপ করব এবং আমাদের শক্তি প্রয়োগ করব।

তিনি নেতানিয়াহুকে বিশৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানান। 

মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক জিয়ন হ্যাগে জানান, আইনটি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করবে। 

সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা