× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বাস পরার নির্দেশনা তুলে নিল পিআইএ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৫:১০ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১০:২৯ এএম

পাকিস্তান এয়ারলাইনসের কেবিন ক্রুরা।

পাকিস্তান এয়ারলাইনসের কেবিন ক্রুরা।

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা (পিআইএ) গত শুক্রবার কেবিন ক্রুদের জন্য একটি ড্রেসকোড ঘোষণার বিষয়ে সমালোচনার জবাব দিয়ে নিজেদের ভুল স্বীকার করেছে। এয়ারলাইনসের ব্যবস্থাপনা বিভাগ কয়েকদিন আগে ওই ড্রেসকোড প্রবর্তন করেছিল।

ডন জানিয়েছে, পিআইএর মানবসম্পদ বিভাগ সমালোচনার জবাবে বলেছে, ‘উপদেষ্টার মনোভাব ছিল সঠিক পোশাক কোড নিশ্চিত করা। যাই হোক, অসাবধানতাবশত শব্দগুলোর অনুপযুক্ত নির্বাচনের কারণে ভুল হয়েছে।’

পিআইএর চিফ হিউম্যান রিসোর্স অফিস থেকে এয়ার কমোডর আমের আলতাফের সই করা একটি চিঠিতে বলা হয়েছে,, ‘আমি ব্যক্তিগতভাবে অনুতপ্ত বোধ করছি এবং নিশ্চিত যে এ প্রসঙ্গে প্রকাশিত শব্দগুলোর পরিবর্তে শব্দগুলো আরও সভ্য এবং উপযুক্ত হতে পারত। যা দুর্ভাগ্যবশত মিডিয়ায় (ইলেকট্রনিক ও সামাজিক) কোম্পানির মানহানির দিকে ট্রোলড এবং টুইস্ট করা হচ্ছে।’

এর আগে, পিআইএ তার বিমানকর্মীদের বলেছিল, ইউনিফর্মের নিচে অন্তর্বাস পরা আবশ্যক।

পিআইএর জেনারেল ম্যানেজার (ফ্লাইট সার্ভিসেস) আমির বশিরের সই করা আগের অভ্যন্তরীণ নির্দেশনার চিঠিতে বলা হয়েছিল, ‘ফ্লাইট অ্যাটেনডেন্টদের অনুপযুক্ত পোশাক এয়ারলাইনসটির নেতিবাচক চিত্র তুলে ধরে। খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু কেবিন ক্রু নগরীতে ভ্রমণের সময়, হোটেলে থাকা এবং বিভিন্ন কার্যালয়ে যাওয়ার সময় পোশাকবিধি ঠিকমতো মানছেন না। এভাবে পোশাক পরার কারণে কেবল তাদের ওপর নয়, এয়ারলাইনসের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। গোটা সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

যার পরিপ্রেক্ষিতে কেবিন ক্রুদের ‘সঠিক’ অন্তর্বাসের ওপরে ঠিকঠাকভাবে পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা আরও বলা হয়েছিল, ‘নারী এবং পুরুষ উভয়েরই দেশের সংস্কৃতি এবং জাতীয় নৈতিকতার মানদণ্ড অনুযায়ী পোশাক পরা বাঞ্ছনীয়।’

প্রবা/জিজি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা