× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুতিনকে সরাসরি যুদ্ধ বন্ধের আহ্বান পোপ ফ্রান্সিসের

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৩:৪৪ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৪:৩৫ পিএম

পোপ ফ্রান্সিস তার স্টুডিওর জানালা থেকে রবিবার পুতিনের প্রতি বার্তা পাঠ করেন।

পোপ ফ্রান্সিস তার স্টুডিওর জানালা থেকে রবিবার পুতিনের প্রতি বার্তা পাঠ করেন।

পোপ ফ্রান্সিস প্রথমবারের মতো সরাসরি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেনে 'সহিংসতা' ও ‘মৃত্যু’ বন্ধ করার জন্য মিনতি জানিয়েছেন। পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি ‘রক্ত ও অশ্রুর নদী’ দ্বারা আচ্ছন্ন।

আল-জাজিরা জানিয়েছে, তিনি ইউক্রেনের চারটি অঞ্চলকে সংযুক্ত করার নিন্দা করে বলেছেন, পুতিনের পদক্ষেপ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি করেছে। সেন্ট পিটার্স স্কোয়ারে ইউক্রেনের প্রতি নিবেদিত একটি ভাষণে পুতিনকে তার নিজের লোকদের কথা ভাবতে অনুরোধ করেছেন তিনি।

ভ্যাটিকানের একজন কর্মকর্তা বলেছেন, আবেগপ্রবণ বক্তৃতাটি ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় ত্রয়োদশ পোপ জনের রেডিওতে শান্তি আবেদনের কথা স্মরণ করিয়ে দেয়।

ফ্রান্সিস প্রায়ই ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং এর ফলে যে মৃত্যু হয়েছে তার নিন্দা করেছেন। কিন্তু এই প্রথমবার তিনি পুতিনের কাছে সরাসরি ব্যক্তিগত আবেদন করলেন।

ফ্রান্সিস বলেন, ‘আমার আবেদন সর্বোপরি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের প্রতি, তার কাছে তার নিজের জনগণের প্রতি ভালোবাসার কারণেই সহিংসতা ও মৃত্যুর এই সর্পিলতা বন্ধ করার জন্য অনুরোধ করছি।’

তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছেও যুদ্ধ বন্ধের প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগ্রাসনের পর ইউক্রেনের জনগণের বিশাল দুর্ভোগে ব্যথিত, আমি ইউক্রেনের রাষ্ট্রপতিকে একটি গুরুতর শান্তি প্রস্তাবের জন্য মনোযোগী হতে সমানভাবে আবেদন জানাচ্ছি।’

তিনি সংঘাত অবসানের জন্য ‘ঈশ্বরের নামে’ একটি জরুরি আবেদন করে বলেছেন, এটি ‘অযৌক্তিক’ যে, বিশ্ব একটি পারমাণবিক সংঘাতের ঝুঁকি নিচ্ছে।

ফ্রান্সিস পরে রুশ ও ইউক্রেনীয় ভাষায় দুই নেতার কাছে আবেদন দুটি টুইট করেন।

দুদিন আগে পুতিন চারটি আংশিক দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের সংযোজন ঘোষণা করে অধিকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের বাসিন্দাদের ‘আমাদের চিরকালের নাগরিক’ বলে অভিহিত করেছেন।

ইউক্রেন এবং পশ্চিমা মিত্ররা ওই অধিগ্রহণকে বেআইনি বলে নিন্দা করেছে। কিয়েভ বলেছে, তাদের সেনারা দখলকৃত সমস্ত ইউক্রেনীয় ভূখণ্ড পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাবে।

প্রবা/জিজি/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা