× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুন ছিল ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ২০:১৫ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ২০:৩৪ পিএম

কাজের ফাঁকে পানি পান করছেন এক ব্যক্তি। ২০২২ সালের মে মাসে দিল্লিতে। ছবি : সংগৃহীত

কাজের ফাঁকে পানি পান করছেন এক ব্যক্তি। ২০২২ সালের মে মাসে দিল্লিতে। ছবি : সংগৃহীত

জুন মাস ছিল ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এনওএএর তথ্যমতে, জুন মাসে বিশ্বের ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। জুনে সাধারণত ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা থাকে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এনওএএ যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি জলবায়ু ও পরিবেশবিষয়ক নানা ইস্যু নিয়ে গবেষণা করে। 

এনওএএর বৃহস্পতিবারের প্রতিবেদন থেকে আরও জানা যায়, ছয় মাস হিসাবে চলতি বছরের জানুয়ারি-জুনে ভূপৃষ্ঠের তাপমাত্রা ছিল ১৭৪ বছরের মধ্যে তৃতীয় উষ্ণতম। এ পরিস্থিতিতে ২০২৩ সাল বিশ্বের উষ্ণতম ১০টি বছরের মধ্যে থাকতে পারে। তবে উষ্ণতম শীর্ষ পাঁচ বছরে থাকার শঙ্কা প্রায় ৯৭ শতাংশ।  

এদিকে চলতি বছর জুন নিয়ে একটানা তিন মাস বিশ্বের ইতিহাসে উষ্ণতম মাসের রেকর্ড গড়েছে। মূলত এল নিনোর কারণে ভূপৃষ্ঠের উষ্ণতা এভাবে বাড়ছে। 

সাধারণভাবে পূর্ব ও মধ্য প্রশান্ত সাগরপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়াকে এল নিনো বলা হয়। এল নিনোর কারেণে ফসল ধ্বংস হয়, দাবদাহ ও আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।  

সূত্র : স্ক্রলডটইন



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা