× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনও 'দুঃস্বপ্ন' দেখে ঘুম ভেঙে যায় রুশদির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৪:৩০ পিএম

প্রখ্যাত ব্রিটিশ লেখক সালমান রুশদি। ছবি : সংগৃহীত

প্রখ্যাত ব্রিটিশ লেখক সালমান রুশদি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রখ্যাত ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর ছুরি হামলার ১১ মাস পার হয়ে গেছে। 

কিন্তু এখনও ‘দুঃস্বপ্ন’ দেখে আতঙ্কে ঘুম ভেঙে যায় এই প্রবীণ লেখকের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন এই বুকারজয়ী লেখক। 

রুশদি জানিয়েছেন, নিয়মিত মনস্তত্ত্ববিদের কাছে যাচ্ছেন তিনি। থেরাপিতে কিছুটা কাজও দিচ্ছে। তবু আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে তাকে।

গত বছর ১২ আগস্ট নিউইয়র্কের অদূরে একটি বিশ্ববিদ্যালয়ে স্টেজের ওপরে রুশদির ওপরে ঝাঁপিয়ে পড়েছিল হাদি মাটার নামের এক যুবক। ছুরি দিয়ে রুশদিকে ১০ বারেরও বেশি আঘাত করে সে।

আহত রুশদি ছয় সপ্তাহ হাসপাতালে ছিলেন। ওই হামলায় একটি চোখ খুইয়েছেন এবং স্নায়ুতে ভীষণ চোট পাওয়ার কারণে একটি হাতও প্রায় অকেজো তার। 

তবু, শরীর কেমন আছে জিজ্ঞাসা করলে সালমান বলেন, ‘সেরে উঠেছি।’

শারীরিকভাবে সেরে উঠলেও মানসিকভাবে এখনও বিপর্যস্ত ৭৬ বছর বয়সি এই লেখক। নিজের মুখেই স্বীকার করেন সে কথা। হালকা চালে বলেন, ‘থেরাপিস্টের এখনও অনেক কাজ বাকি।’

এর মধ্যেই শুরু হবে হামলাকারী মাটারের শুনানি। ৩০ বছরেরও বেশি আগে ইরানের ধর্মগুরুর জারি করা ফতোয়া কার্যকর করতে সে রুশদির ওপরে হামলা চালায় বলে জানিয়েছিল সে। 

আদালতে মাটার জানিয়েছে যে, সে নিজেকে ‘নট গিল্টি’ অর্থাৎ ‘নিরপরাধ’ বলেই মনে করে। ফলে তার অপরাধ নির্ধারণ করে সাজা ঘোষণার আগে কিছুদিন ধরে বিচার প্রক্রিয়া চলবে এবং তখন আদালতে হাজিরা দিতে হবে রুশদিকে। আততায়ীর মুখোমুখি হলে তার ‘ট্রমা’ আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা লেখকের।

সূত্র : ইকোনমিক টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা