× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানের কাছেই বড় মাপের মহড়া চালাচ্ছে চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৩:০৫ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৩:২৭ পিএম

মহড়ায় অংশ নেওয়া চীনের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

মহড়ায় অংশ নেওয়া চীনের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

তাইওয়ানের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ফাইটার জেট, বোমারু বিমান এবং যুদ্ধজাহাজ নিয়ে চীনের বিমান বাহিনী ও নৌবাহিনী একটি বড় মাপের মহড়া চালাচ্ছে বলে অভিযোগ করেছে তাইপে।

এই গণতান্ত্রিক তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে সাম্প্রতিক বছরগুলোয় তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজে) বেশ কয়েকবার যুদ্ধবিমান পাঠিয়ে দ্বীপরাষ্ট্রটির সরকারের ওপর সামরিক চাপ বাড়িয়েছে চীন।

চীন গত আগস্টে এবং এ বছরেরএপ্রিলে তাইওয়ানের চারপাশে যুদ্ধের মহড়া মঞ্চস্থ করেছে। আগস্ট থেকে চীন নিয়মিত তাইওয়ান প্রণালির মধ্যরেখাজুড়ে সামরিক বিমান উড্ডয়ন করেছে।

বেইজিং তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রয়োগের বিষয়টি বারবার প্রকাশ করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১২ জুলাই) এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে তারা দ্বীপের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে ৩২টি চীনা যুদ্ধবিমান প্রবেশ শনাক্ত করেছে।

এর মধ্যে পারমাণবিক হামলা চালাতে সক্ষম চারটি এইচ-৬ বোমারু বিমান অন্তর্ভুক্ত ছিল।

মঙ্গলবারের শেষ দিকে মন্ত্রণালয়টি বলেছে, চীনা বিমানবাহিনীর বিমানগুলো তাইওয়ানের দক্ষিণে যৌথ প্রশিক্ষণের জন্য চীনা যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সেখানে চারটি চীনা যুদ্ধজাহাজ ‘যুদ্ধ প্রস্তুতি টহল’-এ নিয়োজিত রয়েছে।

এদিকে চীনের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য নিজস্ব বিমান ও জাহাজ পাঠিয়েছে তাইওয়ান।

জুনে তাইওয়ান জানিয়েছিল, আটটি চীনা যুদ্ধবিমান মধ্যরেখা অতিক্রম করেছে এবং দ্বীপের সংলগ্ন অঞ্চলের কাছাকাছি এসেছে।

তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ‘শুধু দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।’

অন্যদিকে তাইওয়ান তার বার্ষিক হান কুয়াং সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা ২৪ জুলাই শুরু হবে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ অভিযান পরিকল্পনা বিভাগের প্রধান মেজর জেনারেল লিন ওয়েন-হুয়াং বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘কিছু মহড়া চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) আক্রমণ থেকে তাইওয়ানের সামরিক বাহিনীকে রক্ষা করার প্রচেষ্টার অনুকরণ করবে তার বাহিনী।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা