× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে তৃণমূল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৬:২৩ পিএম

ভোটের দিন একটি কেন্দ্রের দৃশ্য। ছবি : সংগৃহীত

ভোটের দিন একটি কেন্দ্রের দৃশ্য। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসন নির্বাচনের বুথফেরত ফলে তিন শাখার সবকটিতেই এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিএম)। 

রাজ্য নির্বাচন কমিশন জানায়, মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় সরকারের মোতায়েন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিতে ভোট গণনা চলছে। তা সত্ত্বেও কোথাও কোথাও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।

কমিশনের তথ্যমতে, বিকাল ৪টার দিকে জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ১৬টির ফল এসেছে। সবকটিতে জয় পেয়েছে তৃণমূল।

পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ফল এসেছে ৯৮১টির। এখানেও সবকটিতে জিতেছে তৃণমূল।

গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ২১ হাজার ১৩৬টির ফল এসেছে। এতে সর্বোচ্চ ১৭ হাজার ৬৬৯ আসন পেয়েছে তৃণমূল। বিজেপি ২ হাজার ৭৭, সিপিএম ৮৫২ ও কংগ্রেস ৫৩৮টি।

চূড়ান্ত ফল আসতে আরও দুই দিন অপেক্ষা করতে হতে পারে। তবে তার আগেই কোন পার্টি কেমন করছে, তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

শনিবার (৮ জুলাই) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন সহিংসতায় অন্তত ১৫ জন প্রাণ হারান। ১৫ জনের মধ্যে ১১ জনই তৃণমূলের নেতাকর্মী।

তবে প্রায় এক মাস আগে নির্বাচনী কার্যক্রম শুরুর পর সেখানে ব্যাপক সহিংসতা হয়। এসব সহিংসতায় নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা