× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো নাজেহাল করেছে রাশিয়ার যুদ্ধবিমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১৬:০০ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৩ ১৬:৩৪ পিএম

রাশিয়ান জেটগুলো যুক্তরাষ্ট্রের ওই ড্রোনগুলোর সামনে প্যারাসুট ফ্লেয়ার ফেলে দেয়। ছবি : সংগৃহীত

রাশিয়ান জেটগুলো যুক্তরাষ্ট্রের ওই ড্রোনগুলোর সামনে প্যারাসুট ফ্লেয়ার ফেলে দেয়। ছবি : সংগৃহীত

সিরিয়ার আকাশসীমায় বুধবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের তিনটি ড্রোনকে নাজেহাল করেছে রাশিয়ার যুদ্ধবিমান। 

ড্রোনগুলো সে সময় আইএস জঙ্গিদের বিরুদ্ধে মিশনে অংশ নিচ্ছিল বলে জানিয়েছেন এক মার্কিন কমান্ডার।

যুত্তরাষ্ট্রের বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের তিনটি এমকিউ-৯ ড্রোন আইএসআইএস লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করার সময় রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ড্রোনগুলোকে নাজেহাল করতে শুরু করে।

তিনি আরও বলেন, ’রাশিয়ান জেটগুলো যুক্তরাষ্ট্রের ওই ড্রোনগুলোর সামনে প্যারাসুট ফ্লেয়ার ফেলে দেয় এবং তাদের এড়িয়ে যাওয়ার পদক্ষেপ নিতে বাধ্য করে। একজন পাইলট একটি এমকিউ-৯ ড্রোনের সামনে তাদের প্লেনের আফটারবার্নার চালু করে। এতে অপারেটরের নিরাপদে বিমান চালানোর ক্ষমতা ব্যাহত হয়।’

অ্যালেক্সাস গ্রিনকেউইচ বলেন, ’এ ঘটনাগুলো সিরিয়ায় কাজ করা রুশ বিমানবাহিনীর অপেশাদার মনোভাব এবং অনিরাপদ কাজের আরেকটি উদাহরণ সৃষ্টি করেছে। যা যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় বাহিনীর নিরাপত্তার জন্যই হুমকিস্বরূপ।’

তিনি মস্কোকে ‘এই বেপরোয়া আচরণ বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, চলতি বছরের শুরুর দিকে একটি রাশিয়ার জেট কৃষ্ণ সাগরের ওপর পরিচালিত একটি ড্রোনের প্রপেলারে আঘাত করে। ফলে সেটি বিধ্বস্ত হয়। মস্কো অবশ্য এর দায় অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে রাশিয়ার যুদ্ধবিমানের এ ধরনের ঘটনাগুলোর একটি উত্থান দেখেছে। 

রাশিয়ার জেটগুলো কেবল যুক্তরাষ্ট্রের ড্রোনেরই নয়, বরং সিরিয়ার ওপর দিয়ে উড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোর কাছেও বিপজ্জনকভাবে ঘেঁষেছে।

এ প্রসঙ্গে অ্যালেক্সাস গ্রিনকেউইচ বলেন, ‘তারা আমাদের আক্রমণাত্মক চাল-চলন দেখাচ্ছে। আমাদের প্রোটোকল বলছে যে আমাদের বেশ কয়েক মাইল দূরে থাকতে হবে এবং একে অপরকে পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু তারা ডগফাইট করার চেষ্টা করছে। এটা খুবই উদ্বেগজনক।’

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা