× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে ৯ ইউরোপীয় নাগরিক গ্রেপ্তার

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১৩:৪৪ পিএম

মাহসা আমিনির মৃত্যুর পর তেহরানজুড়ে শুরু হয় বিক্ষোভ। ছবি: সংগৃহীত

মাহসা আমিনির মৃত্যুর পর তেহরানজুড়ে শুরু হয় বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ইরানে চলমান বিক্ষোভে ৯জন ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশটির গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছে, বিক্ষোভের আড়ালে বিদেশি গুপ্তচর সংস্থার এজেন্টরা কাজ করে যাচ্ছে। তাই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করছেন তারা।

বিবিসি জানিয়েছে, কর্মকর্তারা এ ৯ জন ইউরোপীয় নাগরিককে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেননি। তবে তারা বিদেশিরা এবং বিদেশি কিছু সংস্থার বিক্ষোভের আড়ালে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে এমন ১০ টি উদাহরণ তুলে ধরেন।

তেহরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তাররা জার্মানি, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেনের নাগরিক। তাদের আটকের এ ঘটনা ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

সম্প্রতি তেহরানে ‘সঠিকভাবে’ হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে মারা যান মাহসা আমিনি নামে এক তরুণী। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে।

হিজাববিরোধী আন্দোলনে এ পর্যন্ত আশির বেশি মানুষ নিহত হয়েছেন। আমিনির মৃত্যু ও এ দমনপীড়নের জন্য তেহরানের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ।

এর জবাবে তেহরান অভিযোগ করেছে, এ অস্থিরতা কাজে লাগিয়ে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ওয়াশিংটন।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা