× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইতির পুলিশ বাহিনীকে সহযোগিতার আহ্বান গুতেরেসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১৩:২৩ পিএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক মাসগুলোতে ‘অভূতপূর্ব’ সহিংসতার ঢেউ মোকাবিলায় হাইতির পুলিশ বাহিনীর জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ত্রিনিদাদ এবং টোবাগোতে সোমবার (৩ জুলাই) জাতিসংঘ প্রধান গুতেরেস বলেন,‘আমি হাইতি থেকে এখানে এসেছি। সেখানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে, এবং মানবিক সহায়তার প্রয়োজন বাড়ছে।’ 

ত্রিনিদাদ এবং টোবাগোতে ক্যারিবিয়ান দেশগুলোর জন্য ক্যারিকম (দ্য ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেট) শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।

জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি হাইতির জাতীয় পুলিশকে অর্থায়ন, প্রশিক্ষণ বা সরঞ্জামের আকারে সমর্থন বাড়ানোর জন্য সমস্ত অংশীদারের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

হাইতিতে সহিংসতা এবং বিশৃঙ্খলা সম্পর্কে জানতে গুতেরেস সপ্তাহান্তে হাইতি সফর করেছেন। 

তিনি দেশটিতে অপরাধীচক্রের বিরুদ্ধে লড়াইয়ে বিপর্যস্ত পুলিশ বাহিনীকে সাহায্য করার জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

কয়েক মাস ধরেই তিনি পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশের পরিস্থিতি সম্পর্কে শঙ্কা প্রকাশ করে আসছেন। 

দেশটি সহিংসতা, জনস্বাস্থ্য অবস্থার অবনতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিপর্যস্ত।

নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক উন্নতির আহ্বান জানিয়ে গুতেরেস বলেছেন, ‘আমাদের অবশ্যই হাইতির জনগণকে নির্বাচন এবং একটি রাজনৈতিক সমাধানের পথ নির্ধারণে সহায়তা করার জন্য আরও কিছু করতে হবে।’

তিনি বলেন, ‘যে গ্রুপগুলো এই নজিরবিহীন সহিংসতা সৃষ্টি করেছে, তাদের ধ্বংস করার জন্য পুলিশের সমর্থন প্রয়োজন।’

জাতিসংঘের প্রধান বলেন, ‘আমরা যদি এখনই কাজ না করি, তাহলে অস্থিরতা এবং সহিংসতা হাইতিয়ানদের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।’

হাইতির জনগণের ওপর গ্যাংগুলোর বন্দুক হামলা, অপহরণ এবং ধর্ষণের ক্রমবর্ধমান ভয়াবহ প্রভাব মূল্যায়নের প্রস্তাবও দিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, ‘ওয়াশিংটনের হাইতিতে হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস রয়েছে। তারা হাইতির পুলিশ বাহিনীকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে চায়।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা