× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেটে খালিস্তানপন্থিদের হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১২:২০ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১২:৩৩ পিএম

সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেটে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত

সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেটে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেটে শনিবার (১ জুলাই) হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থিরা।

খালিস্তানপন্থিরা ভারতীয় কনস্যুলেটে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘শনিবার সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে কূটনৈতিক স্থাপনা বা বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে ভাঙচুর বা সহিংসতা একটি ফৌজদারি অপরাধ।’

সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত কনস্যুলেটের আগুন নিভিয়ে ফেলে বলে জানা গেছে। 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ওই হামলায় কোনো বড় ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সান ফ্রান্সিসকোভিত্তিক দিয়া টিভির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কনস্যুলেটে আগুন জ্বলছে এবং দেয়ালে ‘সহিংসতা সহিংসতা জন্ম দেয়’ লেখা রয়েছে।

খালিস্তানপন্থি সংগঠন খালিস্তান টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিসের (এসএফজে) কানাডা শাখার প্রধান সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারকে গত মাসে কানাডায় গুলি করে হত্যা করা হয়।

৪৬ বছর বয়সি জলন্ধরের বাসিন্দা নিজ্জারের বিরুদ্ধে কানাডাভিত্তিক প্রাচীনতম খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে একটি বাব্বর খালসা ইন্টারন্যাশনালকে (বিকেআই) আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

এদিকে, কানাডায় একটি ‘স্বাধীনতা সমাবেশ’ ডেকেছে খালিস্তানপন্থী সমর্থকরা। 

ওই স্বাধীনতা সমাবেশের পোস্টারে অটোয়ায় ভারতের হাইকমিশন ও টরন্টোয় কনসাল জেনারেলকে হুমকি দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার (৩ জুলাই) বলেছেন, ‘উগ্রপন্থি, চরমপন্থি খালিস্তানি মতাদর্শ ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো অংশীদার দেশগুলোর জন্য ক্ষতিকর।’

তিনি আরও বলেন, ‘আমরা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো আমাদের অংশীদার দেশগুলোকে খালিস্তানিদের স্থান না দেওয়ার জন্য অনুরোধ করেছি। কারণ তাদের (খালিস্তানিদের) উগ্র, চরমপন্থি চিন্তাভাবনা ওই দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কের জন্য মঙ্গলজনক নয়।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা