× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্দেহজনক বিষক্রিয়ায় হাসপাতালে জুলু রাজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৪:২৭ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৪:৫৯ পিএম

দক্ষিণ আফ্রিকার জুলু রাজা মিসুজুলু কাজুয়েলিথিনি। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জুলু রাজা মিসুজুলু কাজুয়েলিথিনি। ছবি : সংগৃহীত

সন্দেহজনক বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে দক্ষিণ আফ্রিকার জুলু রাজা মিসুজুলু কাজুয়েলিথিনিকে। 

এ খবর নিশ্চিত করেছেন তার ঐতিহ্যবাহী প্রধানমন্ত্রী মাঙ্গোসুথু বুথেলেজি।

রাজা মিসুজুলুকে এসওয়াতিনির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারণ তিনি দক্ষিণ আফ্রিকায় চিকিৎসা করাতে অস্বস্তি বোধ করছিলেন।

মাঙ্গোসুথু বলেছেন, ‘সন্দেহজনক বিষক্রিয়ার কারণে রাজার সিনিয়র উপদেষ্টাদের একজনের আকস্মিক মৃত্যু হয়েছে।’

তবে রাজার সরকারি মুখপাত্র বলেছেন, মিসুজুলুর স্বাস্থ্যের পরিস্থিতি উদ্বেগজনক নয়।

প্রিন্স আফ্রিকা জুলু বলেছেন, রাজার অবস্থা নিয়ে ‘অপ্রয়োজনীয় আতঙ্ক’ তৈরি করা উচিত নয়।

গত অক্টোবরে হাজার হাজার প্রজাদের সামনে রাজা মিসুজুলুকে রাজমুকুট পরানো হয়।

তবে এই ৪৮ বছর বয়সির রাজ্যাভিষেককে কেন্দ্র করে রাজপরিবারের মধ্যে ভয়ংকর শক্তির লড়াই চলছে বলে জানা গেছে। 

সম্প্রতি এ নিয়ে রাজা এবং প্রধানমন্ত্রী মাঙ্গোসুথুর মধ্যেও উত্তেজনা দেখা দেয়।

জুলু রাজার আনুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা নেই এবং বৃহত্তর দক্ষিণ আফ্রিকার সমাজে রাজার ভূমিকা মূলত আনুষ্ঠানিক। 

কিন্তু তিনি বার্ষিক বাজেটের কয়েক মিলিয়ন ডলার অর্থায়নের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব খাটানোর ক্ষমতা রাখেন।

পরিবারের মধ্যে একটি দল আদালতে সিংহাসনের প্রতি মিসুজুলুর দাবিকে চ্যালেঞ্জ করে জোর দিয়ে বলছে যে, তিনি তার প্রয়াত পিতা রাজা গুডউইল জুয়েলথিনির সঠিক উত্তরাধিকারী নন।

পরিবারের ওই দল প্রয়াত রাজার আরেক পুত্র প্রিন্স সিমাকাদারের রাজা হওয়া উচিত বলে মনে করে।

আদালত গত বছর তাদের মামলা খারিজ করেন। কিন্তু তারা বলেছিল যে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

রাজা মিসুজুলুর সন্দেহভাজন বিষক্রিয়ার পেছনে রাজপরিবারের কোনো সদস্যের হাত রয়েছে, এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকার পুলিশ এখনও বিষক্রিয়ার দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মাঙ্গোসুথু বলেছেন, ‘রাজা মিসুজুলুর সিনিয়র সহকারী ডগলাস জাবা হঠাৎ করে চলে যাওয়ায় সন্দেহ করা হচ্ছে যে, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। রাজা যখন অসুস্থ বোধ করতে শুরু করেন, তখন তিনি সন্দেহ করেছিলেন যে, তাকেও বিষ প্রয়োগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা জুলু জাতি হিসেবে মহামহিমের পূর্ণ ও দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন থাকলে কর্তৃপক্ষ তা বিবেচনা করবে।’

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা