× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাতলা পলিথিনও নিষিদ্ধ করল নিউজিল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৩:৩০ পিএম

নিউজিল্যান্ড এখন পাতলা পলিথিন ব্যাগের ব্যবহারও নিষিদ্ধ করেছে। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড এখন পাতলা পলিথিন ব্যাগের ব্যবহারও নিষিদ্ধ করেছে। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড পুরু বা মোটা প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছিল ২০১৯ সালে। এবার সবজি ও ফলমূলের সঙ্গে মোড়ানো পাতলা পলিথিনের ব্যবহারও নিষিদ্ধ করেছে প্যাসিফিকের দেশটি। শনিবার (১ জুলাই) থেকে এই আইন কার্যকর হয়েছে। 

২০১৯ সালে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার পর দেশটির মানুষ ইতোমধ্যে কাগজ বা একাধিকারবার ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে অভ্যস্ত হয়েছে। কিন্তু কাগজের ব্যাগের ব্যবহারও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই একাধিকবার ব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহার বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে দেশটির সরকার। 

নিউজিল্যান্ডে সুপারমার্কেট চেইন কাউন্টডাউনের ১৮৫টা শাখা রয়েছে। তারা সম্প্রতি পলিয়েস্টার জালব্যাগ বিক্রি শুরু করেছে। এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। 

চেইন কাউন্টডাউনের টেকসই বাণিজ্য বিভাগের প্রধান ক্যাথরিন ল্যাঙ্গাবীর বিবিসিকে বলেন, মানুষের অভ্যাস বদলানো কঠিন। কিন্তু ধীরে ধীরে হলেও পরিবর্তন আসতে বাধ্য। 

নিউজিল্যান্ডর পরিবেশমন্ত্রী রাচেল ব্রুকিং বলেন, ২০১৯ সালে নিষিদ্ধ করার পর ১০০ কোটির বেশি পুরু প্ল্যাস্টিক ব্যাগ কম ব্যবহার করা হয়েছে। নতুন পদক্ষেপের ফলে বছরে আরও ১৫ কোটি পাতলা প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমবে।

সূত্র : বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা