× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লেখকের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৩:২৩ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৩:৩৯ পিএম

ইউক্রেনের স্বনামধন্য লেখক ভিক্টোরিয়া আমেলিনা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের স্বনামধন্য লেখক ভিক্টোরিয়া আমেলিনা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের একটি ব্যস্ত পিজা রেস্তোরাঁয় শনিবার (১ জুলাই) রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন দেশটির স্বনামধন্য লেখক ভিক্টোরিয়া আমেলিনা। 

লেখকদের সংগঠন ‘পেন ইউক্রেন’ রোববার (২ জুলাই) ভিক্টোরিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ওই হামলায় মোট ১৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে।

পেন ইউক্রেন তার ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বেদনার সঙ্গে জানাচ্ছি যে, লেখক ভিক্টোরিয়া আমেলিনা শনিবার ডিনিপ্রোর মেচনিকভ হাসপাতালে মারা গেছেন৷’

৩৭ বছর বয়সি এই লেখক একজন যুদ্ধাপরাধ তদন্তকারীও ছিলেন বলে জানা গেছে।

তার আলোচিত উপন্যাস ‘ডোমস ড্রিম কিংডম’ ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল। 

ভিক্টোরিয়া তার সাহিত্যকর্মের জন্য ইউরোপীয় ইউনিয়ন সাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কার পেয়েছিলেন। 

তার কবিতা, গদ্য এবং প্রবন্ধ ইংরেজি, জার্মান, পোলিশ এবং অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে। ২০২২ সাল থেকে তিনি আক্রমণের পর থেকে রাশিয়ার যুদ্ধাপরাধ নথিভুক্ত করার জন্য কাজ করছিলেন।

এদিকে, ইউক্রেন বাহিনী দেশটির উত্তর-পূর্বের কিছু অংশে রাশিয়ার সেনাদের ভয়াবহ আক্রমণের সঙ্গে লড়াই করছে বলে খবর পাওয়া গেছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার ওই যুদ্ধ পরিস্থিতিটিকে ‘জটিল’ বলে অভিহিত করেছেন।

হান্না মালিয়ার বলেছেন, ‘রাশিয়ার সেনারা আভদিভকা, মারিঙ্কা, লাইমান এবং স্যাটোভের কাছে অগ্রসর হচ্ছে।’

রবিবার (২ জুলাই) সোশ্যাল মিডিয়ায় মালিয়ার লিখেছেন, ‘সর্বত্র ভয়াবহ লড়াই চলছে। পরিস্থিতি বেশ জটিল।’

ফ্রন্ট লাইনের লড়াইয়ে উত্তর-পূর্বে ইউক্রেনের সেনাদের মোকাবিলায় সাফল্যের কথা জানিয়ে মস্কো বলেছে, তার বাহিনী বাখমুত এবং আরও দক্ষিণে, বিশেষ করে কৌশলগত পাহাড়ের চূড়ার শহর ভুহলিয়ারের কাছাকাছি গ্রামগুলোর কাছে ইউক্রেন বাহিনীর আক্রমণগুলোকে ব্যর্থ করে দিয়েছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে মস্কোর দখলকৃত পূর্ব এবং দক্ষিণের অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভের সামরিক বাহিনী। কিন্তু এখনও পর্যন্ত তারা বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে।

মালিয়ার বলেন, ‘ইউক্রেনের সেনারা পূর্বে বাখমুতের দক্ষিণ প্রান্তে এবং দক্ষিণে বারদিয়ানস্ক ও মেলিটোপোলের কাছে আংশিক সাফল্য নিয়ে অগ্রসর হচ্ছে ‘

তিনি আরও বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী দক্ষিণে তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। তাই তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।’

দক্ষিণ ফ্রন্টের দায়িত্বপ্রাপ্ত জেনারেল ওলেক্সান্ডার টারনাভস্কি বলেছেন, ‘ইউক্রেন বাহিনী পরিকল্পিতভাবে শত্রুকে ধ্বংস করছে এবং তাদের হাতে গত ২৪ ঘন্টায় রাশিয়ার সেনাবাহিনীর কয়েক শ’ সদস্যের মৃত্যু হয়েছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ, জেনারেল ভ্যালেরি জালুঝনিও ধীরগতির অগ্রগতির কথা জানিয়েছেন।

জেলেনস্কি সীমিত অগ্রগতির কথা স্বীকার করে বলেছেন. ‘এই যুদ্ধ কোনো হলিউডের সিনেমা নয়। এটি সত্যিকার যুদ্ধ। তাই তাৎক্ষণিক সাফল্য আশা করা উচিত নয়।’

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা