× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোপাস নার্সারির খোঁজ পেলেন বিজ্ঞানীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১২:০৩ পিএম

কোস্টারিকাতে সমুদ্রপৃষ্ঠের ২,৮০০ মিটার নিচে অক্টোপাসের নার্সারি। ছবি : সংগৃহীত

কোস্টারিকাতে সমুদ্রপৃষ্ঠের ২,৮০০ মিটার নিচে অক্টোপাসের নার্সারি। ছবি : সংগৃহীত

কোস্টারিকার উপকূলে প্রশান্ত মহাসাগরের প্রায় দুই মাইল নিচে সামুদ্রিক বিজ্ঞানীরা একটি অক্টোপাস নার্সারি খুঁজে পেয়েছেন।

এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হাফিংটন পোস্ট।

হাফিংটন পোস্ট গবেষকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই মাসের শুরুতে ২০ জন বিজ্ঞানীর একটি দল তিন সপ্তাহের অভিযানের সময় ওই নার্সারি খুঁজে পান।

আবিষ্কারটি কতটা তাৎপর্যপূর্ণ তা বর্ণনা করতে গিয়ে শ্মিট ওশান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর জ্যোতিকা বিরমানি এক বিবৃতিতে বলেছেন, ‘কোস্টারিকাতে সমুদ্রপৃষ্ঠের ২,৮০০ মিটার নিচে একটি নতুন সক্রিয় অক্টোপাস নার্সারির আবিষ্কার প্রমাণ করে যে, আমাদের মহাসাগর সম্পর্কে এখনও অনেক কিছু শেখার আছে।’

বিজ্ঞানীদের আন্তর্জাতিক দলটি শ্মিট ওশান ইনস্টিটিউটের মালিকানাধীন গবেষণা জাহাজ ‘ফালকরে’ করে সমুদ্র অভিযানে যাত্রা করেছিল।

২০১৩ সালে সমুদ্র অভিযানের সময় বিজ্ঞানীরা ডোরাডো আউটক্রপ নামের একটি শিলাগঠন খুঁজে পান, যেখানে ডিম পারার জন্য অক্টোপাস মায়েদের জড়ো হতে দেখা গিয়েছিল। 

তবে সেই সময় এই নার্সারিটি কার্যকর ছিল কিনা তা পরিষ্কার নয়। 

সর্বশেষ মিশনে শিশু অক্টোপাসের হ্যাচিং পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে. ডোরাডো আউটক্রপ প্রকৃতপক্ষে একটি ‘সক্রিয় নার্সারি।’

একই সময় এই নার্সারির কাছাকাছি এলাকায় এর আগে জানা ছিল না এমন একটি অক্টোপাস নার্সারিও আবিষ্কার করেন তারা। 

কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞানের অধ্যাপক ড. রাচেল লাউয়ার এই আবিষ্কারের বিষয়ে তার প্রতিক্রিয়া উত্সাহের সঙ্গে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমি আনন্দে লাফাচ্ছিলাম।’

কোস্টারিকার কাছাকাছি নার্সারিগুলোতে পাওয়া অক্টোপাসগুলো মিউসোকটোপাস গোত্রের অন্তর্গত।

তবে বিজ্ঞানীরা সন্দেহ প্রকাশ করে বলেছেন, পর্যবেক্ষণ করা অক্টোপাসগুলো মিউসোকটোপাসের একটি সম্ভাব্য নতুন প্রজাতির প্রতিনিধি হতে পারে। যদিও এটি নিশ্চিত করেননি তারা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মনটেরি উপকূলে বিদ্যমান একটি নার্সারির পাশাপাশি এই দুই আবিষ্কারের ফলে পরিচিত অক্টোপাস নার্সারির সংখ্যা এখন তিনটিতে দাঁড়াল।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা