× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোতে তীব্র গরমে ১১২ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুন ২০২৩ ০৯:৪২ এএম

আপডেট : ৩০ জুন ২০২৩ ১০:৫৯ এএম

মার্চ থেকে মেক্সিকোতে অন্তত ১ হাজার ৫৫৯ জন তাপমাত্রাজনিত সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন। ছবি : সংগৃহীত

মার্চ থেকে মেক্সিকোতে অন্তত ১ হাজার ৫৫৯ জন তাপমাত্রাজনিত সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন। ছবি : সংগৃহীত

বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তীব্র গরমে পৃথিবীর অনেক শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিয়েছে দাবানলও। চলতি বছরের মার্চ থেকে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতেও প্রাকৃতিক চরম তাপমাত্রার কারণে কমপক্ষে ১১২ জন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য সচিবালয় এমনটাই জানিয়েছে।

মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যে সবচেয়ে বেশি ৬৪ জন মারা গেছেন। এ ছাড়া তামাউলিপাস, ভেরাক্রুজ, তাবাসকো, ওক্সাকা, কোয়ান্টানা রো ও সোনারা রাজ্যেও মৃত্যুর ঘটনা ঘটেছে।

সচিবালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে অন্তত ১ হাজার ৫৫৯ জন তাপমাত্রাজনিত সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।

এদিকে গত ১০ দিন ধরে মেক্সিকো রেকর্ড-ব্রেকিং তাপমাত্রা দেখেছে, কিছু জায়গায় মাসিক -এমনকি সর্বকালের তাপমাত্রার রেকর্ডও ভেঙে গেছে। কিছু কিছু স্থানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে।

তামাউলিপাসের স্বাস্থ্য সচিব মঙ্গলবার এক টুইটবার্তায় বলেছেন, রাজ্য জুড়ে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকবে, মানুষকে দীর্ঘসময় সূর্যের সংস্পর্শ এড়াতে এবং শীতল, ভাল বায়ু চলাচল এলাকায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা