× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানে আরএসএফের দুই দিনের ‘একতরফা’ যুদ্ধবিরতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ১৬:২৪ পিএম

খার্তুমে গোলাবর্ষণের কারণে ভবন থেকে কালো ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

খার্তুমে গোলাবর্ষণের কারণে ভবন থেকে কালো ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

সুদানের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত দেশটির আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কমান্ডার মুসলিমদের ঈদুল আজহা উপলক্ষে দুই দিনের ‘একতরফা’ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।

মোহাম্মদ হামদান হেমেদতি দাগালো সোমবার (২৬ জুন) ফেসবুকে পোস্ট করা এক অডিও বার্তায় বলেছেন, ‘আমরা ঈদের আগের দিন এবং ঈদুল আজহার দিনে আত্মরক্ষার পরিস্থিতি ব্যতীত একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করছি।’

হেমেদতি আশা প্রকাশ করে বলেন, ‘ঈদের ছুটি সুদানের জনগণের মধ্যে সমঝোতার সুযোগ দেবে।’

যুদ্ধের কারণে সৃষ্ট চ্যালেঞ্জিং মানবিক পরিস্থিতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা যুদ্ধ থেকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠতে পারব বলে আশা করছি।’

সম্ভাব্য যুদ্ধ বিরতির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সুদানের সেনাবাহিনী

এপ্রিলের মাঝামাঝি থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াইয়ে দেশটি বিধ্বস্ত হয়েছে। 

ওই সংঘর্ষে কমপক্ষে ২ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে বলে জানা গেছে।

গত ১৫ এপ্রিল শুরু হওয়া যুদ্ধে খার্তুম ও এল-জেনিনা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গত সপ্তাহে দারফুরের অন্যান্য অংশে এবং দক্ষিণের কর্ডোফানে উত্তেজনা ও সংঘর্ষ বেড়েছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) অনুমান, সংঘাতের কারণে অভ্যন্তরীণভাবে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৬ লাখেরও বেশি প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা