× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে বাস খাদে পড়ে ১১ পর্যটক নিহত

প্রকাশ : ১৩ জুলাই ২০২২ ১৩:১০ পিএম

পাকিস্তানে বাস খাদে

পাকিস্তানে বাস খাদে

উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পাহাড়ি রাস্তা থেকে পর্যটকবাহী বাস গিরিখাদে পড়ে যাওয়ায় অন্তত ১১ জন পর্যটক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১২ জুলাই) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার গাবিন জাব্বার কাছে নৈসর্গিক লালকো উপত্যকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকারী কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় নিহত ১১ জন সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। তারা একটি ট্যুর শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হতে পারেন বলে ধারণা করা হয়।

দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক এবং স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলেও জানান তারা।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং দুই আহতদের সর্বোত্তম এবং দ্রুত চিকিৎসা সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সোয়াত উপত্যকা মনোমুগ্ধকর নৈসর্গিক স্থানগুলোর জন্য বেশ জনপ্রিয়। এর জলপ্রপাত এবং রুক্ষ গ্রানাইট ক্লিফগুলি ট্রেকার এবং অ্যাডভেঞ্চার উত্সাহীদের জন্য একটি পছন্দের ভ্রমণকেন্দ্র।

তবে দুর্বল সড়ক অবকাঠামো, ট্রাফিক আইন না মানা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে পাকিস্তানে প্রায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

চলতি মাসের শুরুতে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে প্রবল বৃষ্টির কারণে একটি যাত্রীবাহী বাস পাহাড়ী রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে ১৯ জন নিহত এবং ১২ জন আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা