× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে শিখ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১১:৪৮ এএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১১:৫১ এএম

নিহত শিখ ব্যবসায়ী মনমোহন সিং। ছবি : সংগৃহীত

নিহত শিখ ব্যবসায়ী মনমোহন সিং। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারের খাইবার পাখতুনখাওয়া এলাকায় এক শিখ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে আততায়ীরা। 

এই হত্যার মধ্য দিয়ে পেশোয়ারে গত ৪৮ ঘণ্টার মধ্যে শিখ সম্প্রদায়ের ওপর দ্বিতীয় হামলার ঘটনা ঘটল।

পেশোয়ার পুলিশ সূত্রে জানা গেছে,  নিহত ৩২ বছর বয়সি ওই ব্যবসায়ীর নাম মনমোহন সিং। পেশোয়ারের রশিদগঢ়হী বাজারে মুদি দোকান চালাতেন তিনি। 

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দোকান বন্ধ করে রাত ৮ টার দিকে বাড়ি ফিরছিলেন মনমোহন। সেই সময় বাইকে চেপে দুই আততায়ী তার পিছু নেয়। কিছুটা পথ যাওয়ার পর মনমোহনের পথ আটকায় আততায়ীরা। তার পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনমোহনের।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে ফোনে স্থানীয় শিখ সম্প্রদায়ের সদস্য বলবীর সিং বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন এই মনমোহন। তার বাড়িতে স্ত্রী, এক সন্তান, বয়স্ক বাবা-মা, বোন এবং এক প্রতিবন্ধী বোন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘লাশ গুরুদ্বার ভাই জোগা সিংয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে পেশোয়ারে বসবাসকারী শিখ সম্প্রদায় মনমোহনের প্রতি শেষ শ্রদ্ধা জানাবে।’ 

শুক্রবারই একই এলাকায় তারলোক সিং নামে এক শিখ দোকানিকেও গুলি করে হত্যা করার চেষ্টা করে আততায়ীরা। তবে ভাগ্যগুণে প্রাণে বেঁচে গেছেন তিনি।

৪৮ ঘণ্টার মধ্যে পরপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের শিখ সংগঠন ‘ইউনাইটেড শিখস।’ 

সংখ্যালঘুদের ওপর বারবার হামলার ঘটনার নিন্দা করেছে তারা। বারবার সংখ্যালঘুদের ওপর হামলার পরেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমনকি তাদের নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। 

বর্তমানে পেশোয়ারে ৩০০ শিখ পরিবার রয়েছে। বারবার হামলার ঘটনায় তারা আতঙ্কিত।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা