× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ভিয়েনা, ঢাকার স্থান ১৬৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৪:৪৬ পিএম

ভিয়েনার অপর নাম ‘স্বপ্নের শহর’। ছবি : সংগৃহীত

ভিয়েনার অপর নাম ‘স্বপ্নের শহর’। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা বাস করার জন্য একটি স্বপ্নের জায়গা। তাই এই শহরের অপর নাম ‘স্বপ্নের শহর’। 

২০২৩ সালের জন্য বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) র‌্যাঙ্কিংয়ে তাই আবারও শীর্ষে উঠে এসেছে এই ভিয়েনা।

বিশ্বের ১৭৩ টি শহরের স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে বৃহস্পতিবার (২২ জুন) ওই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে দ্য ইকোনমিস্টের একটি সহযোগী সংস্থা ইআইইউ।

এবারের ইআইইউ র‌্যাঙ্কিংয়ে ঢাকার অবস্থান ১৬৬ নম্বরে, যা কি-না নিচের দিক থেকে সপ্তম।

২০২২ সালের সূচকেও বাসযোগ্য শহরের তালিকায় নিচের দিক থেকে সপ্তম ছিল ঢাকা। গত বছর ১৭২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৬৬তম। 

২০২৩ সালের র‌্যাঙ্কিংয়ে ডেনমার্কের কোপেনহেগেন এবারও দ্বিতীয় স্থান ধরে রেখেছে।

সাম্প্রতিক বছরগুলোতে তালিকার নিচের দিকে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনি তৃতীয় এবং চতুর্থ স্থান নিয়ে ফিরে এসেছে। 

কানাডার তিনটি শহর-ক্যালগারি, ভ্যাঙ্কুভার এবং টরন্টো এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ স্থান পেয়েছে৷

এদিকে, সুইজারল্যান্ড জুরিখ ষষ্ঠ স্থানে এবং জেনেভা ক্যালগারির সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছে।

কোভিড বিধিনিষেধ প্রত্যাহারের পর সংস্কৃতি এবং পরিবেশের রেটিংয়ে সামান্য উন্নতি দেখানো জাপানের শহর ওসাকাও শীর্ষ ১০-এ রয়েছে।

ইআইইউয়ের লাইভবিলিটি ইনডেক্সের প্রধান উপাসনা দত্ত একটি বিবৃতিতে বলেছেন, ‘কোভিড সম্পর্কিত বিধিনিষেধ তুলে নেওয়ার পর সামগ্রিকভাবে ২০২৩ সালে বিশ্বব্যাপী বসবাসযোগ্যতার জন্য র‌্যাঙ্কিংয়ে ভাল ফলাফল পিাওয়া গেছে।’

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা