× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মস্কোর সামরিক ঘাঁটির কাছে দুটি ড্রোন ভূপাতিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৪:৫৭ পিএম

গত সপ্তাহ থেকে রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী ভূখণ্ডে ড্রোন হামলা বেড়েছে। ছবি : সংগৃহীত

গত সপ্তাহ থেকে রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী ভূখণ্ডে ড্রোন হামলা বেড়েছে। ছবি : সংগৃহীত

মস্কোর সামরিক ঘাঁটির কাছে দুটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। ওই ড্রোন ভূপাতিতের ঘটনায় কোনও ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গেছে।

খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন। মস্কো থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নারো-ফোমিনস্ক জেলায় বুধবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় গভর্ণর আন্দ্রেই ভোরোবিভ টেলিগ্রামে বলেছেন, দুটি ড্রোন বুধবার ভোর ৫.৩০ মিনিট ও ৫.৫০ মিনিটে সামরিক ঘাঁটির স্টোরেজ ইউনিটের কাছে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনীর দখলকৃত এলাকা পুনরুদ্ধারে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর প্রেক্ষাপটে এ ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, রাশিয়া বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা আক্রমণ অভিযানের বড় ঝড় এখনও আসেনি বলে দাবি করেছেন ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। 

তবে তিনি স্বীকার করেছেন যে, অভিযানটি কঠিন। কারণ মস্কো ইউক্রেন বাহিনীর এগিয়ে যাওয়া ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছে।

রাশিয়া বাহিনীর দখলকৃত জমি পুনরুদ্ধার করতে ইউক্রেন তার দীর্ঘ পাল্টা আক্রমণের প্রথম পর্যায় শুরু করেছে দুই সপ্তাহ আগে। 

এক্ষেত্রে ইউক্রেন বাহিনীর ধীরগতির অগ্রগতি এবং রাশিয়ার কঠোর প্রতিরোধের মধ্যে মস্কোর কর্মকর্তারা দাবি করেছেন যে, ইউক্রেনের আক্রমণ ব্যর্থ হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার (১৯ জুন) ঘোষণা করেছে যে, ছোট বিজয় অর্জিত হয়েছে এবং তারা প্রায় ১১৩ বর্গ কিলোমিটার  অঞ্চলসহ এখন পর্যন্ত আটটি গ্রাম মুক্ত করেছে।

মালিয়ার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সোমবার জানান, ‘রাশিয়ার জন্য বড় ধাক্কা এখনও আসেনি। চলমান অভিযানের বেশ কয়েকটি উদ্দেশ্য রয়েছে এবং সামরিক বাহিনী এই কাজগুলো শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘শত্রু সহজে তাদের অবস্থান ছেড়ে দেবে না এবং আমাদের অবশ্যই একটি কঠিন যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এখন আমরা সেটাই করছি।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহের শেষদিকে বলেছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণে কোনো অর্থবহ সাফল্য আসেনি। তবে কিছু রাশিয়ান সামরিক ব্লগার বলেছেন, কিয়েভ বিশাল সেনা এবং সরঞ্জামের ক্ষতির বিনিময়ে সামান্য অগ্রগতি লাভ করেছে।

ওয়াশিংটন ডিসিভিত্তিক একটি থিঙ্কট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) রবিবার সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘ইউক্রেন বাহিনী ভবিষ্যৎ অভিযানের জন্য তাদের কৌশল পুনর্বিবেচনা করার জন্য পাল্টা আক্রমণাত্মক অভিযান সাময়িকভাবে থামাতে পারে।’

আইএসডব্লিউও পুনর্ব্যক্ত করেছে যে, মূল পাল্টা আক্রমণাত্মক অভিযান এখনও শুরু হয়নি।

আইএসডব্লিউও জানিয়েছে, ‘অপারেশনাল বিরতিগুলো বড় আক্রমণাত্মক উদ্যোগের একটি সাধারণ বৈশিষ্ট্য এবং এই বিরতি ইউক্রেনের পাল্টা আক্রমণের সমাপ্তি নির্দেশ করে না।’

এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক আক্রমণকে ‘চাপের পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন। 

তিনি বলেছেন, ‘কিছু এলাকায় আমাদের যোদ্ধারা এগিয়ে যাচ্ছে এবং কিছু এলাকায় তারা তাদের অবস্থান রক্ষা করছে এবং দখলদারদের তীব্র আক্রমণ প্রতিহত করছে।’

সূত্র : আরব নিউজ, আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা