× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন প্রধানমন্ত্রী

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১২:১৯ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:১১ পিএম

রাজকীয় আদেশে মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান। ছবি : সংগৃহীত

রাজকীয় আদেশে মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান। ছবি : সংগৃহীত

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাজকীয় আদেশে এমবিএসকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়। 

আদেশে আরও বলা হয়, এমবিএস প্রধানমন্ত্রী হলেও মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনে সভাপতিত্ব করবেন বাদশাহ।

দেশটির মৌলিক আইনের ৫৬ অনুচ্ছেদ এবং মন্ত্রিপরিষদ আইনের সংশ্লিষ্ট বিধানগুলোতে ছাড় দিয়ে যুবরাজকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে।

আরেক রাজকীয় আদেশে যুবরাজের নেতৃত্বে মন্ত্রিপরিষদে রদবদল আনেন বাদশাহ সালমান। এতে উপ-প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি। নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত করা হয় ইউসেফ বিন আবদুল্লাহ আল-বেনিয়ানকে। এ ছাড়া তালাল বিন আবদুল্লাহ আল-ওতাইবিকে সহকারী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অন্য জ্যেষ্ঠ মন্ত্রীদের স্বপদে বহাল রাখা হয়েছে।

অতীতে সৌদি আরবে সাধারণত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিজের কাছে রাখতেন বাদশাহ। এবার ছেলে মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর অব্যাহত রেখেছেন ৮৬ বছর বয়সী সালমান।

৩৭ বছর বয়সী ক্রাউন প্রিন্স ইতোমধ্যেই অর্থ, প্রতিরক্ষা, তেল ও অভ্যন্তরীণ নিরাপত্তাসহ দেশটির কয়েকটি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে তিনি সিংহাসনের উত্তরাধিকারী হন।

প্রবা/এনএস/এইচকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা