× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মর্যাদাপূর্ণ জার্মান পিস প্রাইজ পুরস্কার জিতলেন রুশদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৫:৩৫ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৬:০৩ পিএম

ব্রিটিশ লেখক সালমান রুশদি। ছবি : সংগৃহীত

ব্রিটিশ লেখক সালমান রুশদি। ছবি : সংগৃহীত

ব্রিটিশ লেখক সালমান রুশদি তার সাহিত্যকর্মের জন্য একটি মর্যাদাপূর্ণ জার্মান পুরস্কার জিতেছেন।

জার্মান পিস প্রাইজ কর্তৃপক্ষের এক বিবৃতির বরাত দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, রুশদি আগামী ২২ অক্টোবর ফ্রাঙ্কফুর্টে পুরস্কারটি গ্রহণ করবেন।

সালমান রুশদির ৭৬তম জন্মদিনে তার এই পুরস্কারপ্রাপ্তির ঘোষণা দেওয়া হলো।

পুরস্কার বোর্ড একটি বিবৃতিতে বলেছে, ১৯৮১ সালে তার মাস্টারপিস সাহিত্যকর্ম মিডনাইটস চিলড্রেন প্রকাশিত হওয়ার মুহূর্ত থেকে সালমান রুশদি অভিবাসন এবং বৈশ্বিক রাজনীতির ব্যাখ্যা দিয়ে আমাদের বিস্মিত করেছেন।

পুরস্কার বোর্ড ওই বিবৃতিতে আরও বলেছে, তার উপন্যাস ও নন-ফিকশনে তিনি অদম্য সাহিত্যিক উদ্ভাবন, হাস্যরস ও প্রজ্ঞার সঙ্গে বর্ণনামূলক দূরদর্শিতাকে মিশ্রিত করেছেন। তার কাজ সমগ্র সমাজকে ধ্বংস করার জন্য নিপীড়ক শাসন দ্বারা ব্যবহৃত শক্তির বর্ণনা দেয় এবং একই সঙ্গে পৃথক মানুষ দ্বারা প্রদর্শিত প্রতিরোধের অবিনাশী চেতনাও উপস্থাপন করে।

পুরস্কার বোর্ড অব ট্রাস্টি রুশদিকে ‘চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার উৎসাহী রক্ষক’ হিসেবে বর্ণনা করেছেন।

রুশদি ২০২২ সালের আগস্টে একটি সম্মেলনে নিউইয়র্কে এক ব্যক্তির দ্বারা ছুরি হামলার শিকার হন। ওই ব্যক্তি তার পেটে ও ঘাড়ে ছুরিকাঘাত করে। হামলার পর রুশদি একটি চোখ হারান এবং তার একটি হাত ক্ষতিগ্রস্ত হয়।

পুরস্কার জয়ের পর এক বিবৃতিতে রুশদি বলেন, ‘আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কারের জন্য গভীরভাবে সম্মানিত এবং কৃতজ্ঞবোধ করছি। আমি জুরিদের উদারতার জন্য শুধু ধন্যবাদই দিতে পারি।’

এদিকে এই ব্রিটিশ লেখক বলেছেন, তিনি একটি বই লিখছেন। হেই লিটারারি ফেস্টিভ্যালে একটি প্রাক-রেকর্ড করা জুম উপস্থিতিতে তিনি বলেছিলেন, ‘নিউইয়র্কে আমার ওপর আক্রমণ সম্পর্কে আমি একটি বই লেখার চেষ্টা করছি।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা