× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি নিয়ে সতর্ক করলেন বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৫:০৩ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৫:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ‘বাস্তব’ হুমকি সম্পর্কে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

তার দাবি, ক্রেমলিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ঘোষণা দেওয়ার পরপরই মস্কো তার নিকটতম মিত্রের ভূখণ্ডে কিছু অস্ত্র স্থাপন করেছে।

সোমবার (১৯ জুন) ক্যালিফোর্নিয়ায় দাতাদের একটি গ্রুপের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেছেন, বেলারুশে রাশিয়ার পদক্ষেপগুলো পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি পূর্ব সংকেত হতে পারে। 

বাইডেন আরও দাবি করেন যে, রাশিয়া ছোট আকারের কৌশলগত পরমাণু ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। 

যদিও হোয়াইট হাউসের সাম্প্রতিক মন্তব্যগুলোতে এমন কোনো ‘আসন্ন ইঙ্গিত’ দেওয়া হয়নি।

বাইডেন তার এই দাবি প্রসঙ্গে বলেন, ‘যখন এখানে প্রায় দুই বছর আগে বলেছিলাম যে, আমি কলোরাডো নদী শুকিয়ে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন, তখন সবাই আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি পাগল।’ 

তিনি বলেন, ‘তারা আমার দিকে একইভাবে তাকিয়েছে যখন আমি বললাম যে, আমি চিন্তিত ভ্লাদিমির পুতিনের কৌশলী পারমাণবিক অস্ত্র ব্যবহার সম্পর্কে। কিন্তু এটাই বাস্তব।’

বাইডেন সপ্তাহান্তে বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনকে ‘সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন’ বলে নিন্দা করার পরই তার এই বিবৃতিটি এলো। 

তিনি আগে সাংবাদিকদের বলেছিলেন যে, তিনি রাশিয়ার এই সিদ্ধান্ত সম্পর্কে ‘অত্যন্ত হতাশ’ বোধ করছেন।

মস্কো এবং মিনস্ক গত মাসে বেলারুশিয়ান ভূখণ্ডে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর মতে, বেলারুশে পারমাণবিক ওয়ারহেডগুলো ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্রে যুক্ত করে তা বিশেষভাবে পরিবর্তিত যুদ্ধবিমানগুলোতে স্থাপন করা হবে।

গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বেশ কয়েকটি ছোট আকারের ওয়ারহেড ইতোমধ্যে বেলারুশের ভূখণ্ডে পৌঁছেছে। 

তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বলেছেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে।’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সমালোচনার প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস ওয়াশিংটনকে এই ইস্যুতে ভণ্ডামি করার জন্য অভিযুক্ত করেছিল। 

তখন ওয়াশিংটনের রাশিয়ান দূতাবাস বলেছিল, ‘যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইউরোপে তার পারমাণবিক অস্ত্রের বিশাল অস্ত্রাগার বজায় রেখেছে। আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেই তার ন্যাটো মিত্রদের সঙ্গে পারমাণবিক অস্ত্র ব্যবস্থা ভাগাভাগি করেছে। অন্যদের দোষারোপ করার আগে ওয়াশিংটন কিছুটা আত্মদর্শন করতে পারে।’

সূত্র : আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা