× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলি, নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ২০:২৯ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ২০:৫৩ পিএম

জাপান সেলফ-ডিফেন্স ফোর্সের সেনারা। ছবি : সংগৃহীত

জাপান সেলফ-ডিফেন্স ফোর্সের সেনারা। ছবি : সংগৃহীত

মধ্য জাপানের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে একজন ক্যাডেট তার নিজের ইউনিটের সেনাদের ওপর গুলি চালিয়ে দুজনকে হত্যা করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবারের (১৪ জুন) এ ঘটনা সম্পর্কে দেশটির গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (এসডিএফ) এমনটাই জানিয়েছে।

এসডিএফের চিফ অব স্টাফ ইয়াসুনোরো মরিশিতা টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি লাইভ-ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলির এ ঘটনা ঘটে। অভিযুক্ত ক্যাডেটকে গ্রেপ্তার করা হয়েছে। তার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।

পুলিশ স্টেশনের দেওয়া তথ্যমতে, নিহত দুজনের একজনের বয়স ৫২ বছর ও অপরজনের বয়স ২৫ বছর। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, গুলি চালানো ব্যক্তি এসডিএফের টিনএজ সদস্য এবং এ ঘটনায় সে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে।

জাপানের মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজি মাতসুনো বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় জাপানি ফ্রিকেচারে হিনো সিটির একটি শুটিং রেঞ্জে ঘটনাটি ঘটেছে।

১২ কোটি ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে বন্দুক সহিংসতা খুবই বিরল ঘটনা। অত্যন্ত কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইনের কারণে বিশ্বে বন্দুক অপরাধের সর্বনিম্ন হারযুক্ত দেশগুলোর একটি জাপান।

কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি হাইপ্রোফাইল বন্দুক হামলার ঘটনা দেশটিতে ঘটেছে।

গত মাসেও জাপানের নাকানো শহরে গুলি ও ছুরিকাঘাতের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন।

২০২২ সালে জাপানে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত ৯টি অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছিল। এর মধ্যে একটি ঘটনা বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে ঘরে তৈরি বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল।

 

 

সূত্র : সিএনএন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা