× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইউক্রেন

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:০০ পিএম

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে।

রয়টার্স  জানিয়েছে, কিয়েভ দীর্ঘদিন ধরেই ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (এনএএসএএমএস) চাচ্ছিল ওয়াশিংটনের কাছে। অবশেষে আগস্ট মাসের শেষের দিকে ওয়াশিংটন এর চালানটির অনুমোদন দেয়।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমাদের প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দৃশ্যমান করা। ইতোমধ্যে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এমন একটি ইতিবাচক সিদ্ধান্তের জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও বলেন, ‘কিন্তু বিশ্বাস করুন, বেসামরিক অবকাঠামো, স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ইউক্রেনীয়দের বাড়িঘর বাঁচানোর জন্য এটি যথেষ্ট নয়।’

জেলেনস্কি  এইচআইএমএআরএস এবং অন্যান্য একাধিক রকেট-লঞ্চিং সিস্টেমের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

ওই দুই অস্ত্রে ভর করে রাশিয়ান দখলদার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হতে সক্ষম হয়েছে। 

ইউক্রেন এ মাসে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের বিশাল অংশ দখলমুক্ত করতে পাল্টা আক্রমণ চালিয়েছে। দক্ষিণেও এই আক্রমণের অগ্রগতি রয়েছে।

রাশিয়া ইউক্রেনে তার সাত মাস সময়ের অনুপ্রবেশকে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে এবং এটি বেসামরিক অবকাঠামোতে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

প্রবা/জিজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা