× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিষেবা নিয়ন্ত্রণ অধ্যাদেশ মানুষের জন্য অপমান : কেজরিওয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৭:৩০ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৭:৪৩ পিএম

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার (১১ জুন) নয়াদিল্লিতে পরিষেবা নিয়ন্ত্রণের বিষয়ে জারি করা অধ্যাদেশ নিয়ে বলেছেন, ‘ওই অনৈতিক অধ্যাদেশে দিল্লিই প্রথম আক্রান্ত হয়েছে এবং অন্যান্য রাজ্যের জন্যও অনুরূপ অধ্যাদেশ আনা হবে।’

রামলীলা ময়দানে আম আদমি পার্টির মহাসমাবেশে ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, ‘কেন্দ্রের ওই অধ্যাদেশ মানুষের জন্য অপমান। ওই অধ্যাদেশ বলে যে, দিল্লিতে গণতন্ত্র থাকবে না।’

তিনি আরও বলেন, ‘দিল্লিতে একনায়কত্ব থাকবে এবং এলজি (লেফটেন্যান্ট গভর্নর) থাকবেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারে, কিন্তু দিল্লি চালাবে কেন্দ্র।’

এএপি নেতা দাবি করে বলেন, ‘আমি সারা ভারত ভ্রমণ করেছি এবং আমি দিল্লির জনগণকে আশ্বস্ত করতে চাই যে, তারা একা নয়। ভারতের ১৪০ কোটি মানুষ তাদের সঙ্গে আছে। দিল্লি হলো আক্রান্ত প্রথম শহর এবং তারা রাজস্থান এবং অন্যান্য রাজ্যের জন্যও এই ধরনের অধ্যাদেশ আনবে।’

এএপি নেতা মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘দেশের রাজধানীতে ভালো কাজ বন্ধ করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের ১০০ সিসোদিয়া এবং ১০০ জন জৈন আছে। তারা ভালো কাজ চালিয়ে যাবে।’

দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ২০২১-২২ সালের জন্য বাতিল করা মদ নীতি প্রণয়ন ও বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল। 

জৈনকে গত বছরের মে মাসে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কপিল সিবালও উপস্থিত ছিলেন, যিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধী ঐক্যের ওপর জোর দিয়েছিলেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা