× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডার দাবানলের ধোঁয়া পৌঁছাল নরওয়েতেও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৩:২৬ পিএম

কানাডার দাবানলের চিত্র। ছবি : সংগৃহীত

কানাডার দাবানলের চিত্র। ছবি : সংগৃহীত

হলুদ-কমলা রঙের ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে নিউইয়র্ক শহর। সেই ধোঁয়ায় বিপর্যস্ত নিউইয়র্কের মানুষ। 

ধোঁয়ায় আচ্ছন্ন বৃহত্তর বোস্টন এলাকার প্রশাসন ও আবহবিদদের দাবি, ১৯৬০ সালের পরে বাতাসের মান এত খারাপ হয়নি কখনোই। 

জানা গেছে, কানাডা থেকে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড হয়ে ওই ধোঁয়া পৌঁছেছে নরওয়েতেও।

নরওয়ের কর্মকর্তারা শুক্রবার বলেছেন, কানাডার দাবানলের ধোঁয়া পূর্ব যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে ঘন কুয়াশার মতো নেমে এসেছে এবং তা নরওয়ের ওপর দিয়ে দক্ষিণ ইউরোপে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

একটি জলবায়ু পূর্বাভাস মডেল ব্যবহার করে নরওয়ের জলবায়ু ও পরিবেশ গবেষণা ইনস্টিটিউটের (এনআইএলইউ) সঙ্গে বায়ুমণ্ডল ও জলবায়ু বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ওই ধোঁয়া কীভাবে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভ্রমণ করবে। 

এনআইএলইউ এক টুইট বার্তায় জানিয়েছে, ‘কানাডার বনের দাবানলের ধোঁয়া এখন নরওয়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপের অন্যান্য অংশেও পৌঁছাবে।’

এনআইএলইউয়ের এক সিনিয়র গবেষক নিকোলাস ইভানজেলিউ বলেছেন, ‘আমরা কুয়াশার মতো ধোঁয়া দেখতে পাব। তবে আমরা বিশ্বাস করি না যে, নরওয়েতে বাতাসে কণার সংখ্যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।’

তিনিও এক বিবৃতিতে বলেছেন, ‘কানাডায় আগুন জ্বলতে থাকায় ধোঁয়া নরওয়ের মধ্য দিয়ে যেতে থাকবে।’

এদিকে নিউইয়র্ক শহরের ম্যানহাটনে যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তারা অনেকেই অস্বস্তি বোধ করছেন। সবাই মুখে কেমন একটা ধাতব স্বাদ অনুভব করছেন।

শহরটির মেয়র এরিক অ্যাডামস প্রয়োজন না থাকলে বাইরে বের হতে সবাইকে নিষেধ করেছেন। 

নিউইয়র্ক শহরের বাতাসে সূক্ষ্মকণার উপস্থিতি যেখানে প্রতি কিউবিক মিটারে ৩৫ থেকে ৪০ মাইক্রো গ্রাম থাকে, সেটা কয়েক দিন ধরেই ৪০০ মাইক্রো গ্রামের আশপাশে থাকছে। ফলে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা।

গভীর জঙ্গলে ঢাকা কানাডার দক্ষিণাঞ্চলে দাবানলের ঘটনা কিন্তু নতুন নয়। প্রতিবছরই আগুন জ্বলে। তবে এই বছর তীব্রতা ও দাবানলের বিস্তৃতি এত বেশি হওয়ার অন্যতম কারণ জলবায়ুর পরিবর্তনের ফলে দীর্ঘদিনের বৃষ্টিহীনতা। 

প্রশাসন জানিয়েছে, এবারের দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ লাখ একরেরও বেশি জমি। এর আগে কানাডার অ্যালবার্টা প্রদেশে বহু দিন ধরে জ্বলতে থাকা দাবানলের প্রভাব ছড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের মন্টানা থেকে দক্ষিণে কলোরাডো এবং পূর্বে নিউইয়র্ক পর্যন্ত।

এখন উত্তর-পূর্বের কুইবেক আর নোভা স্কোশিয়ায় জ্বলছে দাবানল। যার রেশ ছড়িয়ে পড়ছে দক্ষিণ ক্যারোলাইনা পর্যন্ত।

আবহবিদদের ভাষ্য মতে, বড় দাবানলের ধোঁয়া বায়ুস্তরের অনেকটা ওপরে উঠে যায় এবং বদলাতে থাকা হাওয়ার গতিপথের সঙ্গে ছড়িয়ে পড়ে অনেক অনেক দূর পর্যন্ত।

যে কারণে এভাবে যুক্তরাষ্ট্রজুড়েই কার্যত ছড়িয়ে পড়ছে ধোঁয়া। 

আশা করা যায়, কয়েক দিনের মধ্যে বৃষ্টি হলে পরিস্থিতির পরিবর্তন হবে।

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা