× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্লামেন্ট থেকে পদত্যাগ বরিস জনসনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ০৯:৫৪ এএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১০:২৮ এএম

পার্টিগেট কেলেঙ্কারির কারণে জনসনকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়। ছবি : সংগৃহীত

পার্টিগেট কেলেঙ্কারির কারণে জনসনকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়। ছবি : সংগৃহীত

পার্টিগেট কেলেঙ্কারির ওপর হওয়া একটি সংসদীয় তদন্তের জেরে অপসারণের শঙ্কায় পার্লামেন্ট থেকে আগাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

সংসদের কমিটির কাছে সুপারিশ করার ক্ষমতা ছিল যে জনসনের সদস্যপদ ১০ দিনের বেশি সংসদ থেকে স্থগিত করার, যদি তারা জানতে পারেন যে ৫৮ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী পার্টিগেট নিয়ে ইচ্ছাকৃতভাবে সংসদকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

জনসন জানিয়েছেন, তিনি কমিটির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যা স্পষ্ট করে দিয়েছে যে-- তারা আমাকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার বিরুদ্ধে হওয়া মামলা (পার্টিগেট) ব্যবহার করতে বদ্ধপরিকর। এক বিবৃতিতে তিনি দাবি করেছিলেন, তাকে কিছু গুটিকয়েক লোক জোরপূর্বক বহিষ্কারের চেষ্টা করছে, এমনকি তা কনজারভেটিভ পার্টির সদস্যদের অনুমোদন ছাড়াই।  

প্রধানমন্ত্রী হিসেবে থাকাকালে করোনাভাইরাস মহামারির সময়ে সামাজিক বিধিনিষেধ উপেক্ষা করে ডাউনিং স্ট্রিট অফিস ও বাসভবনে একাধিক পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। এ ঘটনাই পশ্চিমা গণমাধ্যমে পার্টিগেট কেলেঙ্কারি হিসেবে পরিচিত। পরে বিষয়টি প্রকাশ পেলে এর জেরে তাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়।

 

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা