× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১ সদস্য নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ২০:২৮ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ২০:৩৩ পিএম

মালিতে টহল দিচ্ছেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। ২০১৫ সালের ২৩ জুলাই। ছবি: সংগৃহীত

মালিতে টহল দিচ্ছেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। ২০১৫ সালের ২৩ জুলাই। ছবি: সংগৃহীত

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। শুক্রবার (৯ জুন) দেশটির টমবকটৌ অঞ্চলের বের শহরে এক সন্ত্রাসী হামলা এ হতাহতের ঘটনা ঘটে। 

ইউনাইটেড ন্যাশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজিং মিশন ইন মালি (মিনুসমা) হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। 

জানা গেছে, শুক্রবার মিনুসমার সদস্যরা বের শহরে নিয়মিত টহলে বের হন। এ অবস্থায় তাদের টহল গাড়িতে প্রথমে বিস্ফোরক দিয়ে হামলা হয়। তারপর গুলি চালানো হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

তবে পশ্চিম আফ্রিকার দেশেটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) ব্যাপক তৎপরতা রয়েছে। তাছাড়া সেখানে আরও অনেকগুলো চরমপন্থি গোষ্ঠী রয়েছে। 

২০১২ সালে উত্তর মালিতে চরমপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত শুরু হয়। সংঘাত সমাধানে পরের পর ২০১৩ সালে জাতিসংঘ হস্তক্ষেপ করে। গঠন করা হয় মিনুসমা। 

মালিতে বর্তমানে মিনুসমার প্রায় ১২ হাজার শান্তিরক্ষী বাহিনীর সদস্য রয়েছে। সেখানে কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত মিনুসমার অন্তত ৩০৩ জন সদস্য নিহত হয়েছেন। বিশ্বের আর কোথাও শান্তি রক্ষা করতে গিয়ে জাতিসংঘের এত সদস্য নিহত হয়নি। 

সূত্র: রয়টার্স 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা