× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিসরে হাঙরের হামলায় রুশ নাগরিক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১২:৪৭ পিএম

লোহিত সাগর পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান, এখানে হাঙর সচরাচর দেখা গেলেও তাদের আক্রমণ বিরল ঘটনা। ছবি : সংগৃহীত

লোহিত সাগর পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান, এখানে হাঙর সচরাচর দেখা গেলেও তাদের আক্রমণ বিরল ঘটনা। ছবি : সংগৃহীত

ঘুরতে গিয়ে হাঙরের আক্রমণে মারা গেছেন এক রুশ নাগরিক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মিসরের লোহিত সাগরের উপকূলে রিসোর্টের শহর হুরগাদায়।

মিসরের পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জুন) হুরগাদার কাছে পানিতে টাইগার শার্কের আক্রমণে এই প্রাণহানির ঘটনা ঘটে। তারা ঘটনার বিস্তারিত বিবরণ জানায়নি।

তবে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কর্তৃপক্ষ হাঙরটিকে ধরেছে এবং এই বিরল আক্রমণের কারণ নির্ধারণের জন্য পরীক্ষাগারে পরীক্ষা করে দেখছে।

হুরগাদায় রুশ কনস্যুলেট মারা যাওয়া ব্যক্তিকে রুশ নাগরিক হিসেবে চিহ্নিত করলেও তার পরিচয় প্রকাশ করেনি।

এ ঘটনায় কর্তৃপক্ষ রবিবার পর্যন্ত অঞ্চলটির উপকূল রেখার ৭৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় সাঁতারসহ অন্যান্য পানি সম্পর্কিত ক্রীড়া কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

অনলাইনে প্রকাশ পাওয়া এক ভিডিওতে দেখা গেছে, আক্রমণের আগে সেই রুশ ব্যক্তির চারদিকে ঘুরছিল হাঙরটি এবং বারবার আঘাত করছিল। একসময় তাকে টেনে নিয়ে যায়।

ঘুরতে এসে হাঙরের আক্রমণে প্রাণ হারানো ব্যক্তি রুশ নাগরিক হলেও তিনি পর্যটক নন বলে জানিয়েছেন রাশিয়ার কনস্যুলার জেনারেল ভিক্টর ভোরোপায়েভ। তিনি বলেন, নিহত ব্যক্তি পর্যটক নন। মিসরের স্থায়ী বাসিন্দা ছিলেন।

এর আগে ২০২২ সালেও হুরগাদায় হাঙরের আক্রমণে একজন অস্ট্রিয়ান ও একজন রোমানিয়ান পর্যটক নিহত হয়েছিলেন। ২০১৮ সালে লোহিত সাগরের সৈকতে হাঙরের আঘাতে চেক পর্যটক নিহত হয়েছিলেন। একই ভাবে ২০১৫ সালে একজন জার্মান পর্যটক নিহত হয়েছিলেন।

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা