× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নর্ড স্ট্রিম নাশকতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেন জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৫:১৮ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৫:৪৪ পিএম

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পরের চিত্র। ছবি : সংগৃহীত

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পরের চিত্র। ছবি : সংগৃহীত

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয়ার পরিকল্পনা সম্পর্কে কিয়েভ কিছুই জানে না বলে বুধবার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ওই বিস্ফোরণের পেছনে ইউক্রেন রয়েছে এমন ক্রমবর্ধমান গুঞ্জণের প্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেন।

জেলেনস্কি জার্মানির বিল্ড দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি আদেশ দেওয়ার ক্ষমতা রাখি। তবে আমি এরকম কিছুই করিনি এবং কখনোই তা করব না।’ 

প্রমাণ দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমাদের সেনাবাহিনী ও আমাদের গোয়েন্দা পরিষেবাগুলো এমন কিছুই করেনি।’ 

তিনি বলেন, ‘আমরা এ সম্পর্কে শতভাগ কিছুই জানি না।’

মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে জানিয়েছে, তারা ইউক্রেনের টিমের নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার একটি বিশেষ অভিযানের পরিকল্পনার কথা জানে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর বিস্ফোরণে সমুদ্রের নিচের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস আগে এই তথ্য পাওয়া গেছে। 

সংবাদপত্রটি এই বছরের শুরুতে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানায়।

ফাঁস হওয়া নথিগুলো ইঙ্গিত দেয় যে, একটি বেনামি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থাকে ২০২২ সালের জুনে জানায়, ইউক্রেনের সামরিক ডুবুরিরা সরাসরি দেশটির সামরিক কমান্ডার-ইন-চীফকে রিপোর্ট করে হামলার পরিকল্পনা করে।

রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার জন্য নির্মিত নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইন গত বছরের ২৬ সেপ্টেম্বর পানির নিচে বিস্ফোরণে কেঁপে ওঠে এবং অকেজো হয়ে পড়ে। 

এতে করে রাশিয়ার জন্য বিলিয়ন ডলার আয়ের একটি সম্ভাব্য উৎস বন্ধ হয়ে যায়।

ওই নাশকতায় ইউরোপের জন্য জ্বালানির গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় একটি অঞ্চলব্যাপী জরুরি অবস্থার জন্ম দেয় এবং সেই সঙ্গে যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যায়।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়। তবে সবাই দায় অস্বীকার করেছে।

সূত্র : ব্যারন্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা