× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাজনে বন উজাড় ৩১ শতাংশ কমেছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৫:০০ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৬:১৯ পিএম

গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এক হাজার ৯৮৬ বর্গকিলোমিটার বনভূমি ধ্বংস হয়েছে। ছবি : সংগৃহীত

গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এক হাজার ৯৮৬ বর্গকিলোমিটার বনভূমি ধ্বংস হয়েছে। ছবি : সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার পাঁচ মাসের শাসনকালে গত বছরের একই সময়ের তুলনায় আমাজনে বন উজাড় ৩১ শতাংশ কমেছে। 

দেশটির কর্মকর্তারা বুধবার এ খবর জানান।

জাতীয় মহাকাশ সংস্থার ডিটার সার্ভিলেন্স কর্মসূচি জানিয়েছে, স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে, গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এক হাজার ৯৮৬ বর্গকিলোমিটার বনভূমি ধ্বংস হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল দুই হাজার ৮৬৭ বর্গকিলোমিটার।

পরিবেশবিদদের জন্য একে একটি সুখবর হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারন, দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসনানোর সময়ে আমাজন বন ব্যাপকহারে উজাড় হচ্ছিল।

দেশটির বামপন্থী প্রেসিডেন্ট লুলা ১ জানুয়ারি ক্ষমতায় এসে আমাজন রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ঘোষণা দেন। 

এছাড়া সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বন উজাড় প্রতিরোধে তিনি নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমাদের গ্রহের জলবায়ুর ভারসাম্য রক্ষায় ব্রাজিল বড়ো ধরনের ভূমিকা পালন করছে। আমাজনকে অনেক ধন্যবাদ।’

তিনি আরো বলেন, ‘আমাজন ধ্বংস রোধের মাধ্যমে বিশ্বের উষ্ণতাও কমানো সম্ভব।’

তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকারের আসল পরীক্ষা সামনের মাসগুলোতে শুরু হবে। 

কারন, জুলাইয়ে শুষ্ক আবহাওয়া শুরু হয়। আর এ সময়টি সাধারণত বন উজাড় ও দাবানলের মৌসুম।

মে মাসে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিল সরকারকে একটি অর্থনৈতিক উন্নয়ন মডেলের জন্য জোর দেওয়া প্রয়োজন, যাতে বন সংরক্ষণ এবং জীবনযাত্রার মান উন্নীত হয়।

এছাড়াও বিশ্বব্যাংক জানিয়েছে যে, বর্ধিত বন উজাড় রেইনফরেস্টকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে, যেখানে এর ক্ষতিকর প্রভাবগুলোকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না।

সূত্র :  আনাদোলু এজেন্সি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা