× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজেপির রাজনীতি নাকচ করেছে ভারত : রাহুল গান্ধী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৩:৩০ পিএম

নিউইয়র্কের প্রবাসী ভারতীয় বিশিষ্টজনদের উদ্দেশে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

নিউইয়র্কের প্রবাসী ভারতীয় বিশিষ্টজনদের উদ্দেশে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

চলতি মাসের শেষেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে দাবি করলেন, ‘বিজেপির বিদ্বেষের রাজনীতিকে ভারত নাকচ করে দিয়েছে।’ 

তিনি বলেন, ‘কংগ্রেস যেভাবে কর্ণাটকে বিজেপিকে ধূলিসাৎ করেছে, ঠিক একইভাবে তেলেঙ্গানা এবং তার পরে রাজস্থান-ছত্তীসগড়-মধ্যপ্রদেশেও কংগ্রেস বিজেপিকে ধূলিসাৎ করতে চলেছে।’

ওয়াশিংটন ও সানফ্রান্সিসকো সফর সেরে শনিবার নিউইয়র্কে পৌঁছান রাহুল গান্ধী। 

শনিবার তিনি নিউইয়র্কের প্রবাসী ভারতীয় বিশিষ্টজনদের সঙ্গে এক আলাপচারিতায় বলেন, ‘শুধু কংগ্রেস নয়, ভারতের মানুষ বিজেপির বিদ্বেষপূর্ণ মতাদর্শকে হারাতে চলেছেন।’ 

কর্ণাটকে কংগ্রেসের জয়ে উজ্জীবিত রাহুল বলেন, ‘কর্ণাটকে দেখিয়ে দিয়েছি যে, আমরা বিজেপিকে ধূলিসাৎ করতে পারি। আমরা শুধু ওদের হারাইনি-- ওদের মাটিতে মিশিয়ে দিয়েছি।’

তার ভাষ্যমতে, ‘বিজেপি সবরকম চেষ্টা করেছিল। মেরুকরণের চেষ্টা হয়েছিল। দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ তৈরিও করা হয়েছিল। প্রধানমন্ত্রী নিজে সেই চেষ্টা করেছিলেন। তাতে কোনো কাজ হয়নি। পুরো সংবাদমাধ্যম বিজেপির সঙ্গে ছিল। কংগ্রেসের তুলনায় দশগুণ অর্থ ছিল। বিজেপির হাতে সরকার ছিল, কেন্দ্রীয় সংস্থা ছিল। সব থাকা সত্ত্বেও বিজেপিকে হার মানতে হয়েছে।’

রবিবার নিউইয়র্কে জার্ভিস সেন্টারে জনসভায় রাহুলের অংশ নেওয়ার কথা রয়েছে। 

তার আগে রাহুল বলেছেন, ‘তেলেঙ্গানার নির্বাচনের পরে সেখানে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। ভারতের মানুষ বুঝে গিয়েছেন, বিজেপি যে বিদ্বেষ ছড়াচ্ছে তা নিয়ে এগোনো যাবে না। আগামী বিধানসভা নির্বাচনে কর্ণাটকের পুনরাবৃত্তি দেখা যাবে। তার পরে ২০২৪ সালের নির্বাচনেও একই ঘটনা ঘটবে।’ 

রাহুল দাবি করেছেন যে, বিরোধীরা এককাট্টা। সবাই একসঙ্গে কাজ করছে। 

রাহুল বলেন, তিনি নিজে প্রবল বৈপরীত্যের মধ্যে বড় হয়েছেন। একদিকে পরিবারের থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছেন; অন্যদিকে হিংসা তার দাদি, বাবাকে কেড়ে নিয়েছে। এটাই তার জীবনের দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা