× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াগনার যোদ্ধাদের ক্ষতি করতে মাইন স্থাপন করেছিল রাশিয়া : প্রিগোজিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৩:৫৬ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৪:৩১ পিএম

রাশিয়ার ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার বাহিনী তার যোদ্ধাদের ক্ষতি করার জন্য বিস্ফোরক মাইন বসিয়েছিল বলে অভিযোগ করেছেন মস্কোর ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

প্রিগোজিন শুক্রবার ওই দাবি করেন। ওয়াগনার সেনারা কয়েক মাস রক্তক্ষয়ী লড়াই এবং বিপুল মৃত্যুর পর পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত থেকে ফিরে এসেছে। 

প্রিগোজিন বলেন, ধ্বংস হওয়া ওই শহরে ওয়াগনারের অবস্থান রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

টেলিগ্রামে প্রিগোজিন লিখেছেন, তার লোকেরা পেছনের অঞ্চলে এক ডজন অবস্থান খুঁজে পেয়েছে, যেখানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শত শত অ্যান্টি-ট্যাংক মাইনসহ বিভিন্ন বিস্ফোরক যন্ত্র স্থাপন করেছিল। কেন মাইন স্থাপন করা হয়েছিল এবং বিস্ফোরক স্থাপন করা হয়েছিল জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে, এটি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ ছিল।

প্রিগোজিন  বলেন, ‘শত্রুকে নিবৃত্ত করার জন্য এই চার্জগুলো লাগানোর প্রয়োজন ছিল না, কারণ এটি পেছনের এলাকায়। অতএব, আমরা ধরে নিতে পারি যে, এই চার্জগুলো ওয়াগনারের অগ্রসরমান ইউনিটগুলো পূরণের উদ্দেশ্যে করা হয়েছিল, যাতে ওয়াগনার যোদ্ধারা কোনো কারণেই পিছু হটতে না পারে।’

বাখমুত দখলের আগে প্রিগোজিন অভিযোগ করেছিলেন যে, বাখমুত আক্রমণের জন্য তার সেনাদের পর্যাপ্ত গোলাবারুদ দেয়নি রাশিয়া এবং তার যোদ্ধাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় প্রিগোজিনকে সম্বোধন করে চেচেন নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ মিত্র অ্যাডাম ডেলিমখানভ বলেন, ‘ওয়াগনার বস সব সময় চিৎকার করেন।’

ডেলিমখানভ বলেন, ‘আপনি এমন একজন ব্লগার হয়ে উঠেছেন, যিনি সমস্যার কথা চিৎকার করে সারা বিশ্বের কাছে জানান। চিৎকার করা বন্ধ করুন।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি, আমরা আপনাকে ব্যাখ্যা করব, যা আপনি বুঝতে পারছেন না।’

ওয়াগনারের সবচেয়ে সিনিয়র যোদ্ধাদের একজন দিমিত্রি উটকিন বলেন, ‘আমরা সর্বদা কথা বলতে প্রস্তুত।’

চেচেন নেতা কাদিরভ গত বছর রাশিয়ার শীর্ষস্থানীয়দের সম্পর্কে প্রিগোজিনের কিছু সমালোচনাকে সমর্থন করেছিলেন, তবে সাম্প্রতিক মাসগুলোতে তাদের সম্পর্ক দূরীভূত হয়েছে।

কাদিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা করা থেকে বিরত রয়েছেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা