× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ট্রেন দুর্ঘটনা

নিহত অন্তত ৭০, আহত সাড়ে ৩ শতাধিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ২২:১৬ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১১:২৮ এএম

নিহত অন্তত ৭০, আহত সাড়ে ৩ শতাধিক

ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৭০ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৩ শতাধিক, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল দুর্ঘটনাকবিলত করমণ্ডল এক্সপ্রেস নামে ট্রেনটি।  শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় এটি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এসব তথ্য জানানো হয়েছে।

মালবাহী ট্রেনকে ধাক্কা দেওয়ায় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির প্রথম তিনটি বগি ছাড়া বাদবাকি বগি লাইন থেকে ছিটকে পড়ে। করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন উঠে যায় মালবাহী ট্রেনের ওপর।

শুক্রবার রাত ১২টায় দ্য হিন্দু জানায়, বহু মানুষ দুর্ঘটনাকবলিত ট্রেনে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওড়িশা অগ্নিনির্বাপণ সেবার প্রধান সুধাংশু সারাঙ্গি উদ্ধারকাজ তত্ত্বাবধান করছেন। বালেশ্বরের প্রায় সব হাসপাতালেই ট্রেন দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হচ্ছে।

ভারতের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের (এনডিআরএফ) শতাধিক কর্মী উদ্ধারকাজে অংশ নিয়েছেন। ধ্বংসস্তূপ কেটে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন তারা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  টুইটবার্তায় জানিয়েছেন, মুখ্য সচিব এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগতভাবে তিনিও পরিস্থিতির ওপর নজর রাখছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েক দুর্ঘটনার স্থান পরিদর্শন করতে তাঁর রাজস্ব মন্ত্রী প্রামিলা মালিককে নির্দেশ দিয়েছেন।

ভারতের দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা আদিত্য চৌধুরী জানান, তারা বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। উদ্ধার তৎপরতা চলছে। তবে কী কারণে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ট্রেন দুর্ঘটনার পর ওড়িশা সরকারের পক্ষ থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে। স্বজনের খোঁজে অনেকে হেল্প ডেস্কে যোগাযোগ করছেন।

হতাহতের বিষয়টি জানিয়ে ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা বলেন, অন্তত ৫০টি অ্যাম্বুলেন্স ও বাস ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নিতে কাজ করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটবার্তায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক গভীর প্রকাশ করেছেন। এ ছাড়া আহতদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনাও দেন তিনি।

ভারতের আন্তঃরাজ্য যোগাযোগের জন্য ট্রেন খুবই জনপ্রিয়। তবে তাদের রেলযাত্রার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অনেক ট্র্যাজেডি। ১৯৮১ সালের জুনে বাগমতী নদীতে ট্রেন ছিটকে পড়ে ৯০০ জন নিহত হয়েছিলেন। ১৯৯৯ সালের আগস্টে পশ্চিমবঙ্গে ব্রহ্মপুত্র মেইল নামে ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় অন্তত ৩০০ জন নিহত হয়েছিলেন। ২০১৬ সালের নভেম্বরে ইন্দর-পাটনা এক্সপ্রেস দুর্ঘটনায় ১৫০ এবং ২০১৭ সালের আগস্টে মুজাফফরনগরে ট্রেন লাইনচ্যুত হয়ে ২৩ জন নিহত হন। এ ছাড়া ভারতজুড়ে প্রায়ই ছোটবড় দুর্ঘটনার কথা শোনা যায়।

সূত্র : দ্য হিন্দু, আনন্দবাজার

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা