× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণখেলাপি হওয়া থেকে শেষ মুহূর্তে রক্ষা পেল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ২১:৪৩ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ২২:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের সিনেট ভবন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেট ভবন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট দেশটির জাতীয় ঋণসীমা বাড়ানো নিয়ে একটি বিল পাস করেছে। এর মধ্য দিয়ে শেষ মুহূর্তে ঋণখেলাপি হওয়া থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) জাতীয় ঋণসীমা বাড়ানো-সংক্রান্ত একটি বিলের ওপর ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে ভোটাভুটি হয়। প্রস্তাবটির পক্ষে সিনেটে ৬৩ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ৩৬ ভোট। ১০০ আসনের সিনেটে বিলটি পাস হতে ৬০ ভোটের দরকার ছিল।

আগের দিন বুধবার একই বিলের ওপর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি ৩১৪-১১৭ ভোটে পাস হয়।

বিবিসি জানায়, কংগ্রেসের উভয় কক্ষের সম্মতির পর বিলটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হবে। যত দ্রুত সম্ভব বিলটিকে আইনে পরিণত করতে তাতে স্বাক্ষর করবেন বাইডেন।

বিলটি পাস হওয়ায় আগামী দুই বছরের জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সীমা থাকবে না। ২০২৫ সাল পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে। নতুন ঋণ নিয়ে আপাতত পুরোনো ঋণ পরিশোধের কাজটাও সরকার করতে পারবে।

যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় ঋণের সীমা ৩১ লাখ ৪০ হাজার কোটি ডলার। গত জানুয়ারি মাসেই এই ঋণসীমা ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। এর পর থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার নানা ধরনের বিশেষ ব্যবস্থা অবলম্বন করে দেশটির বিভিন্ন দেনা পরিশোধ করে আসছে। দেশটির জাতীয় ঋণসীমা বাড়ানোর শেষ তারিখ ৫ জুন। 

সূত্র : বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা