× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩০ বছরের ইতিহাসে প্রথম রাজকীয় হিসেবে আদালতে সাক্ষ্য দেবেন হ্যারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৪:২৩ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৪:৫৩ পিএম

ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) ছোট ছেলে যুবরাজ হ্যারি। ছবি :

ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) ছোট ছেলে যুবরাজ হ্যারি। ছবি :

ব্রিটেনের ১৩০ বছরের ইতিহাসে প্রথম কোনো রাজকীয় হিসেবে আদালতে সাক্ষ্য দেবেন যুবরাজ হ্যারি। 

বেআইনি আচরণের অভিযোগে অভিযুক্ত একটি সংবাদপত্রের বিরুদ্ধে করা মামলায় আগামী সপ্তাহে সাক্ষ্য দেবেন তিনি।

ব্রিটেনের হাই প্রোফাইল ব্যক্তিত্ব ডেইলি মিরর গ্রুপের প্রকাশকের বিরুদ্ধে ওই মামলা করেছেন রাজা চার্লসের (তৃতীয়) ছোট ছেলে যুবরাজ হ্যারি এবং ১০০ জনেরও বেশি সেলিব্রিটি। 

ওই মামলায় সাক্ষ্য দিতেই লন্ডনের হাইকোর্টে হাজির হবেন হ্যারি।

১৮৭০ সালে বিবাহবিচ্ছেদের মামলায় সাক্ষী এডওয়ার্ড সপ্তমের সাক্ষ্য দেওয়ার পর এটিই প্রথমবারের মতো একজন সিনিয়র ব্রিটিশ রাজকীয় সদস্যের আদালতে সাক্ষ্যদানের ঘটনা।

হ্যারি, যিনি সিংহাসনের দৌড়ে পঞ্চম সারিতে আছেন, আদালতে তার উপস্থিতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা রয়েছে।

সিনিয়র যোগাযোগ উপদেষ্টা এবং রুপার্ট মারডকের সান ট্যাবলয়েড পত্রিকার সাবেক সম্পাদক ডেভিড ইয়েল্যান্ড বলেছেন, ‘রাজপরিবার দীর্ঘদিন ধরে আদালত এবং মামলা এড়াতে চেয়েছিল। কারণ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে ছিল না। এই মামলাগুলো প্রায়ই পারস্পরিক ধ্বংসের ঘটনা।’

গত মাসে শুরু হওয়া মামলায় বলা হয়েছে, ‘মিরর গ্রুপের সাংবাদিক বা তাদের দ্বারা পরিচালিত বেসরকারি তদন্তকারীরা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ফোন হ্যাকিং করেছে। তারা যুবরাজ এবং অন্যদের সম্পর্কে তথ্য পেতে অন্যান্য বেআইনি কাজও করেছে।’

কিন্তু শুরু থেকেই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে মিরর গ্রুপ।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা