× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুসলিম লীগ নিয়ে রাহুলের মন্তব্যের বিরোধিতায় বিজেপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৩:০৪ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৪:১৯ পিএম

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরএসএসকে বরাবরই আক্রমণ করে থাকেন । এবার দেশের ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলতে গিয়ে বিজেপিকে তোপ দাগেন তিনি।

রাহুলকে যুক্তরাষ্ট্রে প্রশ্ন করা হয়েছিল কেরালায় কংগ্রেসের জোটসঙ্গী মুসলিম লীগকে নিয়ে। তখন রাহুল দাবি করেন, ‘মুসলিম লীগ একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল।’

আর এর পরই রাহুলের এ মন্তব্যের তীব্র বিরোধিতা শুরু করে বিজেপি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন রাহুল। সেখানেই কেরালা মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে একটি প্রশ্ন করা হয় তাকে।

সেই প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘মুসলিম লীগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। মুসলিম লীগের কোনো কার্যকলাপই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে নয়। আমি মনে করি, যে ব্যক্তি প্রশ্নটা পাঠিয়েছেন তিনি মুসলিম লীগ নিয়ে পড়াশোনা করেননি।’

বিজেপির দাবি, তাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী কট্টরপন্থার অভিযোগ তোলা কংগ্রেস নিজেও একাধিক কট্টরপন্থি রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে রাজনৈতিক স্বার্থে। এর আগে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছিল কংগ্রেস।

কেরালায় বেশ কয়েক দশক ধরে বামবিরোধী ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টে’ মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস।

এ পরিস্থিতিতে মুসলিম লীগকে ‘ধর্মনিরপেক্ষ’ আখ্যা দেওয়ায় রাহুলকে তোপ দেগে বিজেপি পাল্টা অভিযোগ করে বলেছে, ভোট রাজনীতির স্বার্থেই এমন মন্তব্য করেছেন রাহুল।

এ নিয়ে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য একটি টুইট করেন, ‘ভারত ভাগের জন্য দায়ী জিন্নাহর দল মুসলিম লীগকে ধর্মনিরপেক্ষ বলেছেন রাহুল। ওয়েনাড়ে ভোটে জেতার বাধ্যবাধকতা থেকেই তিনি এমন মন্তব্য করেছেন।’

এদিকে অমিতের সেই টুইটের জবাবে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে কটাক্ষ করে বলেছেন, ‘রাত জেগে আরও কিছুদিন রাহুল গান্ধীর বিদেশযাত্রা ট্র্যাক করতে থাকুন।’

এদিকে অমিত মালব্যর টুইটের জবাব দিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরাও।

তিনি টুইট করেন, ‘ভাই, তুমি কি অশিক্ষিত? জিন্নাহর মুসলিম লীগ এবং কেরালার মুসলিম লীগ যে আলাদা, তা তুমি জানো না? জিন্নাহর মুসলিম লীগ হলো সেই দল, যার সঙ্গে তোমাদের পূর্বপুরুষরা জোট বেঁধেছিল। আর এই মুসলিম লীগ হলো যাদের সঙ্গে বিজেপি জোট বেঁধেছিল।’

কেরালার মুসলিম লীগের পুরো নাম ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ’। এটি একটি রাজ্য দল।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা