× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিনল্যান্ডকে রক্ষায় ন্যাটো দেশগুলোর মহড়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৪:০১ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৫:২২ পিএম

ফিনল্যান্ডের রোভাজারভিতে মঙ্গলবার মহড়ার সময় এক ফিনিশ সেনাকে কার্ল গুস্তাফ রিকোয়েললেস রাইফেল চালানো শেখাচ্ছেন যুক্তরাষ্ট্রে এক সেনা। ছবি : আলজাজিরা

ফিনল্যান্ডের রোভাজারভিতে মঙ্গলবার মহড়ার সময় এক ফিনিশ সেনাকে কার্ল গুস্তাফ রিকোয়েললেস রাইফেল চালানো শেখাচ্ছেন যুক্তরাষ্ট্রে এক সেনা। ছবি : আলজাজিরা

নতুন সদস্য ফিনল্যান্ডকে রক্ষার অঙ্গীকার নিয়ে সামরিক মহড়া শুরু করেছে ন্যাটোভুক্ত দেশগুলো।

ফিনল্যান্ড গত এপ্রিলে ওই পশ্চিমা জোটের অংশ হওয়ার পর এই প্রথম যৌথ মহড়ার আয়োজন করল ন্যাটো।

ওই মহড়ায় নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোয় আবেদনকারী সুইডেনের প্রায় ১ হাজার মিত্র সেনার সঙ্গে প্রায় ৬ হাজার ৫০০ ফিনিশ সেনা এবং প্রায় ১ হাজার সামরিক যানবাহন যোগ দিয়েছে বলে জানা গেছে; যা ফিনল্যান্ডের স্থলবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় মহড়া চিহ্নিত করা হয়েছে।

রাশিয়া সীমান্ত থেকে মাত্র দুই ঘণ্টার দূরত্বে উত্তর ফিনল্যান্ডের রোভাজারভিতে ইউরোপের বৃহত্তম আর্টিলারি প্রশিক্ষণ গ্রাউন্ডে ন্যাটোর ওই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ১০ মাউন্টেন ডিভিশনের মেজর জেনারেল গ্রেগরি অ্যান্ডারসন বলেন, তার দেশ ফিনল্যান্ডকে রক্ষা করতে প্রস্তুত।

অ্যান্ডারসন মঙ্গলবার (৩০ মে) আরও বলেন, ‘আমরা এখানে আছি ফিনল্যান্ডকে রক্ষা করতে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই সক্ষমতা তৈরি করতেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখানে আমাদের নতুন ন্যাটো মিত্রের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে।’

ন্যাটো এয়ার কমান্ড অনুসারে ১৪টি ন্যাটো সদস্য দেশ এবং এর অংশীদার দেশগুলোর প্রায় ১৫০টি বিমান আর্কটিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওই মহড়ায় অংশ নিচ্ছে।

সুইডেনের স্থলবাহিনীর কমান্ডার মেজর জেনারেল কার্ল এঙ্গেলব্রেক্টসন বলেছেন, ‘এটি কোনো প্রশ্নের বিষয় নয়। ফিনল্যান্ডের প্রতিরক্ষার অংশ হতে হলে কী করতে হবে, আমরা সে বিষয়ে পরিকল্পনা তৈরি করেছি।’

এদিকে সুইডেন হলো ফিনল্যান্ডের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক অংশীদার।

মস্কোর কাছ থেকে ‘পাল্টা ব্যবস্থার’ হুমকির মুখে দাঁড়িয়েও ফিনল্যান্ড ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ন্যাটোয় যোগ দেয়।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে অসলোয় সাংবাদিকদের বলেছিলেন, ‘সুইডেনের ন্যাটোয় অন্তর্ভুক্ত হওয়ার কোনো গ্যারান্টি নেই। তবে এ সম্মেলনে সুইডেনের পূর্ণ সদস্য পদের বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’

অন্যদিকে ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ অনুমোদন করলেও সুইডেনের বিষয়ে এখনও তা করেনি তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সুইডেন এখনও সদস্য পদের জন্য তার সমর্থন নিশ্চিত করার জন্য তার দেশের সব দাবি পূরণ করেনি।

বিশেষ করে সুইডেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির সদস্যদের নিরাপদ আশ্রয় প্রদানের কারণে সুইডেনের ওপর নাখোশ রয়েছে তুরস্ক।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা