× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোড়ো যাত্রা বন্ধ করতে সরকার সব শক্তি ব্যবহার করেছে : রাহুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৩:৩৩ পিএম

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠানে বক্তৃতা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠানে বক্তৃতা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

সরকার ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে ‘তার সব শক্তি’ ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।

তিনি যুক্তরাষ্ট্র সফরে সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় মঙ্গলবার (৩০ মে) ওই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের তিন শহরে সফরের শুরুতে মঙ্গলবার রাহুল সান ফ্রান্সিসকোতে পৌঁছেছেন। সফরকালে তিনি ভারতীয় প্রবাসী ও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

তিনি বলেন, ‘ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে সরকার তার সমস্ত শক্তি ব্যবহার করেছে। বিজেপি মানুষকে হুমকি দিচ্ছে এবং সরকারি সংস্থার অপব্যবহার করছে। কিন্তু কিছুতেই কাজ হয়নি, বরং জোড়ো যাত্রার প্রভাব বেড়েছে। এর কারণ ওই জোড়ো যাত্রার ধারণাটি প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল, কারণ জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আমাদের যেসব উপকরণ দরকার ছিল তা বিজেপি-আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত ছিল।’

ভারত জোড়ো যাত্রা ২০২২ সালের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি শ্রীনগরে গিয়ে শেষ হয়। এই পুরো যাত্রায় ৩ হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছিলেন রাহুল।

রাহুল আরও বলেন, ‘ভারত জোড়ো যাত্রা স্নেহ, শ্রদ্ধা এবং নম্রতার চেতনা বহন করে। ইতিহাস অধ্যয়ন করলে দেখা যাবে যে, গুরু নানক দেবজি, গুরু বাসভন্নজি, নারায়ণ গুরুজিসহ সব আধ্যাত্মিক নেতা জাতিকে একইভাবে একত্রিত করেছিলেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের কয়েক সপ্তাহ আগে রাহুল গান্ধীর এসব মন্তব্য এলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে মোদি জুন মাসে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। 

জো বাইডেন এবং জিল বাইডেন ২২ জুন মোদির জন্য একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন বলেও জানা গেছে।

সান ফ্রান্সিসকোতে কমিউনিটি ইভেন্টে রাহুল জাতি শুমারির জন্য তার দলের আহ্বান পুনর্ব্যক্ত করেন। 

তিনি বলেন, ‘এটি সমাজের একটি এক্স-রের মতো হবে, যা বর্ণ বৈষম্যের পরিমাণ প্রকাশ করবে।’

রাহুল সংবিধানকে আক্রমণ করার জন্য বিজেপি এবং আরএসএসকে অভিযুক্ত করে বলেন, ‘তারা জাতি এবং ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার চেষ্টা করছে।’

৫২ বছর বয়সি রাহুল ভারতীয় আমেরিকানদের সঙ্গে কথা বলবেন, ওয়াল স্ট্রিটের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন এবং যুক্তরাষ্ট্রে ছয় দিনের সফরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করবেন বলে আশা করা হচ্ছে। 

৪ জুন নিউইয়র্কের জাভিটস সেন্টারে একটি জনসমাবেশের মাধ্যমে তার সফর শেষ করার কথা রয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা