× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কসোভোয় আরও ৭০০ সেনা মোতায়েন করছে ন্যাটো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১১:৫৬ এএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১২:৫৫ পিএম

কসোভোয় সার্বদের সঙ্গে ন্যাটোর সেনাদের সংঘর্ষ। ২৯ মে জেভেকান শহরে। ছবি: সংগৃহীত

কসোভোয় সার্বদের সঙ্গে ন্যাটোর সেনাদের সংঘর্ষ। ২৯ মে জেভেকান শহরে। ছবি: সংগৃহীত

কসোভোয় আরও ৭০০ সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার (৩০ মে) এ ঘোষণা দেন। আগের দিন সোমবার কসোভোর উত্তরাঞ্চলে সার্বদের সঙ্গে সংঘর্ষে ন্যাটো শান্তিরক্ষী বাহিনীর ৩০ সেনা আহত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। 

ন্যাটো মহাসচিব বলেন, পশ্চিম বলকানের দু-একটি দেশ থেকে কসোভোয় আমরা আরও ৭০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তা ছাড়া আরেকটি পুরো ব্যাটালিয়নকেও সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরও সেখানে পাঠানো হবে। 

কসোভোয় ইতোমধ্যে প্রায় ৪ হাজার ন্যাটোর সেনা রয়েছে।

সার্ব অধুষ্যিত কসোভোর উত্তরাঞ্চলে আলবেনিজ বংশোদ্ভূত মেয়র নিয়োগকে কেন্দ্র করে ওই সংঘাত ঘটে। কসোভো সরকারের ওই বৈষম্যমূলক সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিয়োজিত ন্যাটোর শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় সার্বরা। যুক্তরাষ্ট্র কসোভোর মেয়র নিয়োগের সমালোচনা করেছে। 

রয়টার্স জানায়, কসোভোর উত্তরাঞ্চলের চারটি প্রশাসনিক ইউনিটে এপ্রিলে মেয়র নির্বাচন হয়। কসোভোর ৯০ শতাংশ মানুষ আলবেনিজ বংশোদ্ভূত হলেও ওই অঞ্চলটি সার্ব অধ্যুষিত। সার্বরা এপ্রিলের নির্বাচন বয়কট করে। ফলে মাত্র ৩ দশমিক ৫ শতাংশ ভোটার ভোট দেন।

শুক্রবার (২৬ মে) চার জনের মধ্যে তিন জন মেয়র পুলিশ পাহারায় অফিসে যায়। সার্বরা এর প্রতিবাদ করে। তারই ধারাবাহিকতায় সোমবার সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার কসোভোর জেভেকান শহরে ন্যাটোর যেসব সদস্য আহত হয় তারা ইতালি ও হাঙ্গেরির। আহতদের মধ্যে হাঙ্গেরির ২০ জন। ২০ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা করার জন্য হাঙ্গেরিতে নিয়ে আসা হয়েছে। আর বাকিরা ইতালির। উভয় দেশ সেনাদের ওপর হামলার নিন্দা জানিয়েছে। 

১৯৯৮-৯৯ সালে সার্ব ও আলবেনিজরা জাতিগত সংঘাতে জড়িয়ে পড়ে। ন্যাটোর হস্তক্ষেপে তা বন্ধ হয়। ২০০৮ সালে নিজেদের স্বাধীন ঘোষণা করে কসোভো। 

এরপর থেকে কসোভোর সার্ব-অধ্যুষিত অঞ্চলে ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী কাজ করছে। ২০১৩ সালে কসোভোর উত্তরাঞ্চলের সার্ব-অধ্যুষিত প্রশসনিক ইউনিটগুলো কীভাবে শাসন করা হবে, তা নিয়ে একটি প্রস্তাব দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

ইইউর প্রস্তাব বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে কসোভোর সার্বদের। এই সার্বরা কসোভো নয়, বরং সার্বিয়াকেই নিজেদের দেশ মনে করে। সার্বরা ধর্মে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। আলবেনিজরা মুসলমান। 

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা