× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাখমুতের অবস্থান হস্তান্তর শুরু করেছে ওয়াগনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৬:৫০ পিএম

ওয়াগনার যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

ওয়াগনার যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

পূর্ব ইউক্রেনের শহর বাখমুতে নিজেদের অবস্থান রাশিয়ার সামরিক বাহিনীর কাছে হস্তান্তর শুরু করেছে মস্কোর ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনার

ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বৃহস্পতিবার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা আজ বাখমুত থেকে আমাদের ইউনিট প্রত্যাহার করছি।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬১ বছর বয়সি এই মিত্র আরো বলেছেন, ‘আমরা সামরিক বাহিনীর কাছে অবস্থান, গোলাবারুদ এবং সবকিছু হস্তান্তর করছি।’

ভিডিওচিত্রে তাকে ওয়াগনারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলতে দেখা যায়, যারা তাকে বলছিল তাদের সামরিক হার্ডওয়্যার মেরামত করতে হবে।

প্রিগোজিন আরো বলেছেন, ‘রাশিয়ার নিয়মিত সেনারা অসুবিধার সম্মুখীন হলে কিছু সংখ্যক ওয়াগনার সেনা সেখানে থাকতে পারেন।’

ওয়াগনার বাহিনী বাখমুতের জন্য মাসব্যাপী আক্রমণে নেতৃত্ব দিচ্ছে।

ওয়াগনার এবং রাশিয়ান সেনাবাহিনী উভয়ই সপ্তাহান্তে বলেছিল যে, বাখমুতের পতন হয়েছে।

তবে ইউক্রেন বলেছে, তার সেনারা বিধ্বস্ত শহরটি দখলমুক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।

প্রিগোজিন বুধবার বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য তিনি প্রায় ১০ হাজার বন্দী নিয়োগ করেছিলেন।

গত বছর প্রিগোজিন ইউক্রেনে ওয়াগনারের সঙ্গে লড়াই করতে বন্দীদের রাজি করানোর জন্য রাশিয়ার কারাগারগুলো ভ্রমণ করেছিলেন।

তারা বেঁচে ফিরে আসতে পারলে তাদের সাধারণ ক্ষমা করা হবে বন্দীদেরকে প্রলুব্ধ করা হয় তখন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা