× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৫:৪২ পিএম

নিহত সাংবাদিক মার্কো উরেলিও রমিরেজ হার্নান্দেজ। ছবি : সংগৃহীত

নিহত সাংবাদিক মার্কো উরেলিও রমিরেজ হার্নান্দেজ। ছবি : সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েব্লা এলাকায় মঙ্গলবার (২৩ মে) এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। 

তিনি সাবেক স্থানীয় কর্মকর্তাও ছিলেন। দেশটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি।

খবরে বলা হয়, ৬৯ বছর বয়সি মার্কো উরেলিও রমিরেজ হার্নান্দেজ মেক্সিকোর তেহুয়াকান শহরে তার বাড়ি থেকে বের হওয়ার সময় প্রকাশ্য দিবালোকে সন্দেহভাজন দুর্র্বৃত্তদের গুলিতে নিহত হন। 

তিনি কয়েক দশক ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করে আসছিলেন।

প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, এ অপরাধের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

রিপোর্টার্স উইদাউট বডার্সের (আরএসএফ) মেক্সিকো শাখা জানিয়েছে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করা রমিরেজ সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারে সরকারকে সহায়তা করছিলেন।

বেসরকারি এই গণমাধ্যম অধিকার রক্ষা গ্রুপ জানায়, পৌরসভা কর্মকর্তা হিসেবে বা সাংবাদিক হিসাবে পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে রমিরেজের হত্যার কোন সম্পর্ক রয়েছে কি না, তা জানতে আরএসএফ দ্রুত এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

আরএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে মেক্সিকোতে ১৫০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে। 

এক্ষেত্রে অধিকাংশ হত্যাকারী শাস্তির বাইরে রয়ে গেছে।

সূত্র : লা প্রেন্সা ল্যাটিনা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা