× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মিরে জি-২০ বৈঠক

চীন, তুরস্ক, সৌদি ও ইন্দোনেশিয়ার বয়কট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৬:০০ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ১৬:৪৪ পিএম

জি-২০-এর বৈঠক উপলক্ষে পুরো জম্মু-কাশ্মিরে নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে। ছবি : সংগৃহীত

জি-২০-এর বৈঠক উপলক্ষে পুরো জম্মু-কাশ্মিরে নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মিরে সোমবার (২২ মে) থেকে জি-২০-এর পর্যটনবিষয়ক কার্যকরী কমিটির তিন দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বিতর্কিত অঞ্চলটিতে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে শিল্পোন্নত ও স্বল্পোন্নত ২০ দেশ ও জোটের এই বৈঠক। এতে চীনের পর তুরস্ক, সৌদি আরব ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরাও অংশ নেবেন না বলে জানা গেছে। 

জানা গেছে, জি-২০-এর বর্তমান প্রেসিডেন্সি ভারতের হাতে। প্রেসিডেন্সি পালনের অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন বৈঠকের আয়োজন করেছে দেশটি। তারই ধারাবাহিকতায় সোমবার থেকে জম্মু-কাশ্মিরের শ্রীনগরে শুরু হলো সংগঠনটির পর্যটনবিষয়ক তিন দিনব্যাপী বৈঠক। এতে বিভিন্ন দেশের প্রায় ৬০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানিয়েছে ভারত। 

বিবিসি ও আল-জাজিরা জানায়, বৈঠক উপলক্ষে জম্মু-কাশ্মিরে নিরাপত্তাব্যবস্থা কঠোর করা হয়েছে। 

২০১৯ সালের আগস্টে মোদি-সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে। এর মধ্য দিয়ে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল হয়। এরপর সেখানে এই প্রথম এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে।

বিরোধপূর্ণ অঞ্চল জম্মু-কাশ্মিরে বৈঠক আয়োজন করায় চীন তা বয়কট করেছে। তা ছাড়া সংগঠনটির অপর সদস্য সৌদি আরব, তুরস্ক ও ইন্দোনেশিয়াও বৈঠকে অংশ নিচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে এএফপির প্রতিবেদনে। ইন্দোনেশিয়ায় গত বছর জি-২০-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে শ্রীনগরকে জি-২০-এর বৈঠকের ভেন্যু করার সঙ্গে সঙ্গে পাকিস্তান তার প্রতিবাদ জানায়। গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে বিরোধপূর্ণ অঞ্চলে জি-২০-এর মতো আন্তর্জাতিক সংগঠনের বৈঠকের আয়োজন করে স্থানীয় সমস্যাকে ধামাচাপা দিতে চায়। কিন্তু পুরো বিশ্ব তা জানে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। 

প্রসঙ্গত, পাকিস্তান জি-২০-এর সদস্য নয়। তবে ভারত শাসিত জম্মু-কাশ্মির নিজেদের অংশ মনে করে দেশটি, যা ভারত হাস্যকর বলে উড়িয়ে দেয়।  

শুক্রবার (১৯ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ’চীন বিরোধপূর্ণ অঞ্চল জম্মু-কাশ্মিরে জি-২০-এর বৈঠক আয়োজনের বিরোধী। তাই বেইজিং এই অনুষ্ঠানে অংশ নেবে না।’

জবাবে ভারত বলেছে, নিজ দেশের যেকোনো স্থানে অনুষ্ঠান আয়োজনের অধিকার নয়াদিল্লির আছে।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, বৈঠক ঘিরে কাশ্মিরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। জাতীয় নিরাপত্তা গার্ড ও মেরিন কমান্ডোদের মোতায়েন করা হয়েছে। ভূমি ও আকাশ নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।

সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সূত্র : বিবিসি, আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা