× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এভারেস্ট জয় করে নামার সময় পর্বতারোহীর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৪:৪৭ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ১৭:৫৩ পিএম

অস্ট্রেলিয়ার পর্বতারোহী জেসন বার্নার্ড কেনিসন। ছবি : এনডিটিভি

অস্ট্রেলিয়ার পর্বতারোহী জেসন বার্নার্ড কেনিসন। ছবি : এনডিটিভি

অস্ট্রেলিয়ার ৪০ বছর বয়সী এক পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে নেমে আসার সময় মারা গেছেন।

খবরটি নিশ্চিত করে গার্ডিয়ান জানিয়েছে, মারা যাওয়া জেসন বার্নার্ড কেনিসন পার্থের বাসিন্দা। 

শুক্রবার (১৯ মে) এভারেস্টের চূড়ায় আরোহনের পরে তিনি মারা যান।

এদিকে তার পরিবার বলেছে, ‘সে তার শিখরে পৌঁছানোর লক্ষ্য অর্জন করেছে। কিন্তু, দুঃখজনকভাবে জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেনি।’

ফেসবুকে জেসন বার্নার্ড কেনিসনের এক পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি ছিলেন সবচেয়ে সাহসী, দুঃসাহসিক মানুষ, যাকে আমরা জানতাম এবং তাকে চিরতরে মিস করবো।’

একজন গাইড হিমালয়ান টাইমসকে বলেছেন, তারা লক্ষ্য করেন যে, কেনিসন নামার সময় অস্বাভাবিক আচরণ করছে। তার সাথে থাকা দুই শেরপা গাইড তখন তাকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৪০০ মিটার উঁচু ব্যালকনি এলাকায় নামতে সাহায্য করেন।

এশিয়ার ট্রাকিং প্রধান দাওয়া স্টিভেন শেরপা এএফপিকে বলেন, ‘যেহেতু তাদের কাছে থাকা সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল, তাই তারা অক্সিজেন সিলিন্ডার আনার জন্য ক্যাম্প ৪-এ নামার সিদ্ধান্ত নেন।’

কিন্তু, প্রবল বাতাসের কারণে তারা ক্যাম্পে পৌঁছাতে পারেননি এবং কেনিসন তখন মারা যান। 

তিনি মারা যান পর্বতের ৮০০০ মিটার উপরে, যা পর্বতারোহীদের কাছে ‘ডেথ জোন’ নামে পরিচিত। 

তার দেহাবশেষ এখনও পাহাড়ে রয়েছে বলে জানা গেছে।

২০০৬ সালে তিনি একটি বিধ্বংসী গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন৷  এর পর তিনি আর হাঁটতে পারবেন না বলে চিকিৎসকদের সতর্কতা জারির ১৭ বছর পরে তিনি এভারেস্ট জয় করতে বের হন। 

তিনি ‘স্পাইনাল কর্ড ইনজুরি অস্ট্রেলিয়া’ নামের একটি দাতব্য প্রদিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করতে ওই অভিযান শুরু করেছিলেন বলে জানা গেছে।

তার তহবিল সংগ্রহের পৃষ্ঠায় কেনিসন বলেছেন, তিনি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে আরোহণের চেষ্টা করবেন এবং সেখান থেকে পর্বতের শীর্ষে যাওয়ার আশা করছেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা